Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning House Fire: বউয়ের সঙ্গে বিশাল ঝামেলা, রেগে বাড়িই জ্বালিয়ে দিলেন স্বামী!

Canning house fire: সোমবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু গ্রামে।

Canning House Fire: বউয়ের সঙ্গে বিশাল ঝামেলা, রেগে বাড়িই জ্বালিয়ে দিলেন স্বামী!
ক্যানিংয়ে বাড়িতে আগুন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 10:23 AM

দক্ষিণ ২৪ পরগনা: প্রত্যেক দিনের অশান্তি। মদ খেয়ে বাড়িতে আসলেই বউয়ের ঝামেলা। আর সহ্য করতে পারছিলেন না স্বামী। তাই সোমবার রাতেই একটা হেস্থনেস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মদ খেয়ে ঢুকে নিজের বাড়িই জ্বালিয়ে দিলেন মদ্যপ ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু গ্রামে।

প্রত্যেক দিনই পেশায় দিনমজুর মেঘনাথ সর্দারের বাড়ি থেকে অশান্তির আওয়াজ শুনতে পেতেন স্থানীয়রা। সোমবার বিকালেও শুনেছিলেন। কিন্তু রোজকার ঘটনা ভেবে বিশেষ আমল দেননি তাতে। ভেবেছিলেন নিত্যদিনের অশান্তি, থেকে যাবে। সন্ধ্যার পর আচমকাই মেঘনাথের স্ত্রীর আর্তনাদ শুনতে পান বাসিন্দারা।

ছুটে গিয়ে তাঁরা দেখেন, মেঘনাথের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা আশেপাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে পুড়ে ছাই গোটা বাড়ি। বাঁশ, খড়ের বাড়ি জ্বলে যায় খুব তাড়াতাড়ি।

স্থানীয়রা জানাচ্ছেন, মেঘনাথ রোজই মদ খেয়ে বাড়িতে আসত। ঘরের জিনিস বিক্রি করেই মদ খেতেন। কোনও কাজ সেভাবে করতেন না। তাই নিয়ে স্ত্রী প্রতিবাদ করতেন। আর তাতেই অশান্তি। সোমবার বিকালেও অশান্তি হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে কখন ফিরে আগুন ধরিয়ে দেন, তা টের পাননি স্ত্রী। পরে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মেঘনাথ পালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে পলাতক তিনি।

এক প্রতিবেশীর কথায়, “মদ খেতে খেতে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। এত বারণ করত বউটা, কিন্তু কোনও কথাই শুনত না। হাতে টাকা পেলেই মদ খেয়ে তা উড়িয়ে দিত। তবে এমন ভাবে বাড়িতে যে আগুন লাগিয়ে দেবে, কে তা জানত!” শীতের রাতে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে অসহায় মেঘনাথের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: Dhupguri Road Accident: শরীরটা তখন জড়িয়ে গিয়েছে স্টিয়ারিংয়ের সঙ্গে, ঘণ্টা দেড়েকের চেষ্টায় বার করা হল চালককে!

আরও পড়ুন: Potato Farming: আলুর বীজ পচেছে মাঠেই! এগিয়ে আসুক সরকার, দাবি আরামবাগের আলু চাষীদের