Canning: আচমতাই মাতলা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ যুবকের… ঝাঁপিয়ে পড়ল পুলিশও, তারপর…

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2023 | 10:04 AM

Canning: চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক প্রাণে বাঁচলেও তার কোমর ভেঙে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম রঞ্জিত কুমার যাদব।

Canning: আচমতাই মাতলা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ যুবকের... ঝাঁপিয়ে পড়ল পুলিশও, তারপর...
মাতলা ব্রিজ থেকে ঝাঁপ

Follow Us

ক্যানিং: মাতলা ব্রিজ থেকে নদীর জলে ঝাঁপ যুবকের। পুলিশের তৎপরতায় প্রাণ রক্ষা।   ক্যানিং ও বাসন্তী সংযোগকারী মাতলা নদীর ওপর ব্রিজের লাইট পোষ্টে উঠে পড়েছিলেন এক যুবক। আর সেখান থেকেই আচমকা নদীর জলে ঝাঁপ দেন। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের উদ্যোগে ওই যুবককে নদী থেকে উদ্ধার করা হয়।তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক প্রাণে বাঁচলেও তার কোমর ভেঙে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম রঞ্জিত কুমার যাদব।

জানা গিয়েছে, রঞ্জিতের বাড়ি বিহারের দেওঘর এলাকায়। কোনও প্রকারে পথ ভুলে ক্যানিংয়ে চলে এসেছিলেন। বৃহস্পতিবার রাতের অন্ধকারে আপন খেয়ালে ক্যানিংয়ের মাতলা ব্রিজের লাইটপোষ্টে আচমকা উঠে পড়েন তিনি। সেখান থেকেই নদীতে ঝাঁপ দেন। স্থানীয় পথ চলিত মানুষজন ঘটনা দেখতে পেয়ে খবর দেয় ক্যানিং থানায়। ক্যানিং থানার টহলরত পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। নদীতে ভাটা থাকায় ওই যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাতেই হাসপাতালে তাঁকে দেখতে যান ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। তাঁর পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া গেলেই, বোঝা যাবে ওই যুবক কোনও মানসিক অবসাদে ভুগছিলেন কিনা। নাকি কোনও মানসিক অসুস্থতায় ভুগছিলেন কিনা, সেই বিষয়টিও জানতে চায় পুলিশ। আপাতত ওই যুবক পুলিশকে ঠিকভাবে কিছুই বলছে না।

Next Article