Bengal Panchayat Election: প্রার্থীকে নিয়ে রাস্তার মাঝেই নেতা-পুলিশের টানাটানি, নজিরবিহীন ছবি দাসপুরে

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 20, 2023 | 5:44 PM

Bengal Panchayat Election: পুলিশ বারবার বলতে থাকে, ওঁকে ছেড়ে দিন, আমরা কথা বলব। কিন্তু পুলিশের কথা কানেও তোলেননি বাম কর্মীরা। তাঁদের বক্তব্য, আমাদের কর্মী আমরা বুঝে নেব।

Bengal Panchayat Election: প্রার্থীকে নিয়ে রাস্তার মাঝেই নেতা-পুলিশের টানাটানি, নজিরবিহীন ছবি দাসপুরে
প্রার্থীকে নিয়ে টানাটানি

Follow Us

পশ্চিম মেদিনীপুর: মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন প্রার্থী। আর তাঁকে নিয়ে রাস্তার মাঝে চলল রীতিমতো টানাটানি। মহিলা প্রার্থীর এক হাত ধরে টানছেন সিপিএম কর্মীরা ও অন্য হাত ধরে টানছে পুলিশ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় কর্মী ও পুলিশের সেই টানাটানির কার্যত নজিরবিহীন ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করতে বিডিও অফিসে যাচ্ছিলেন দাসপুর এক নম্বর ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সুষমা সাউ। এদিন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

সিপিএমের দাবি, ওই প্রার্থীকে জোর করে তৃণমূল কংগ্রেস বিডিও অফিসে পাঠিয়েছে মনোনয়ন প্রত্যাহার করতে। সুষমা সাউ-কে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই মনোনয়ন প্রত্যাহার করতে চাইছেন তিনি। ঘড়িতে ৩টে বাজার কয়েক মিনিট আগে অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ওই টানাটানির দৃশ্য দেখা যায় দাসপুরে।

পুলিশ বারবার বলতে থাকে, ওঁকে ছেড়ে দিন, আমরা কথা বলব। কিন্তু পুলিশের কথা কানেও তোলেনি বাম কর্মীরা। তাঁদের বক্তব্য, আমাদের কর্মী আমরা বুঝে নেব। এর মাঝে ওই প্রার্থী অসুস্থ বোধ করেন, বসেও পড়েন রাস্তার মাঝে। সুষমা সাউয়ের দাবি, তাঁকে কেউ কোনও চাপ দেয়নি, তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করছেন।

তবে এই ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। দলীয় নেতাদের দাবি, পুলিশ জোর করে ওই প্রার্থীকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় এক বাম কর্মী আহত হয়েছে বলে দাবি সিপিএমের। ওসি-র বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা। দলের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে ও যথাযথ শাস্তির দাবি জানানো হবে সিপিএমের তরফে। তবে, তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। তৃণমূলের ঘাটালের জেলা সাধারণ সম্পাদক কৌশিক কুরমীর দাবি, তৃণমূলের এমন দৈন্য দশা হয়নি যে বাম প্রার্থীকে মনোনয়ন তুলতে চাপ দিতে হবে।

Next Article