দক্ষিণ ২৪ পরগনা: উদভ্রান্তের মতো দৌড়াচ্ছেন এক ব্যক্তি। পিছনে আরও কয়েকজন। মুহূর্তের মধ্যে কী ঘটতে চলেছে, তা আঁচও করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। পিছন থেকে হাঁসুয়া দিয়ে পিঠে একটা কোপ। যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন ব্যক্তি। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ। শরীরের একাধিক জায়গার ক্ষত দিয়ে গল গল করে বের হচ্ছে রক্ত। শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কেউ এগিয়ে আসার সাহস করেননি প্রথমে। যতক্ষণে অভিযুক্তকে ঘিরে ধরেছেন স্থানীয়রা, মৃত্যু হয়েছে আক্রান্তের। পরে জনরোষ আছড়ে পড়ে অভিযুক্তের ওপর। পাল্টা মারে মৃত্যু হয় তাঁরও। ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষাহাটে। সাত সকালে প্রকাশ্যে বাজারের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল। নিহতের নাম নুরসালাম বেগ (৪৫)।
খুন করে পালানোর সময় এলাকার বাসিন্দাদের হাতে ধরা পড়ে যান এক অভিযুক্ত। পাল্টা মারে মৃত্যু হয় তাঁরও। শরিফুল মোল্লা নামে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে রাস্তাতেই। জনরোষের শিকার আরও এক অভিযুক্ত। তবে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত নুরসালাম বেগ স্থানীয় বাগদার বাসিন্দা। তবে কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, জমি সংক্রান্ত বিরোধ ছিল দুজনের মধ্যে। একটি জমি দখল করতে চেয়েছিলেন দুজনেই। এর আগেও এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছে একাধিকবার। স্থানীয় ও পরিবারের সদস্যদের মধ্যস্থতায় বিষয়টি মিটিয়ে ফেলা হত। কিন্তু ক্রোধ যে এই আকার নেবে, তা ভাবতেও পারেননি কেউ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাজার করতে গিয়েছিলেন নুরসালাম। সেখানে তাঁকে ৪ জন ঘিরে ধরেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আচমকাই তাঁদের মধ্যে দুজন ধারালো অস্ত্র বের করে। নুরসালাম তা দেখতে পেয়ে ছুট লাগায়। কিন্তু পিছন থেকে ওঁরা নুরসালামকে ধরে ফেলেন। ভরা বাজারে প্রকাশ্যে নুর সালামকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ধৃতকে জেরা করে বাকি দুই পলাতকের খোঁজ শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Nandigram BJP Leader Murder: রবিন মান্না খুনে নন্দীগ্রামে গ্রেফতার আরও এক বিজেপি নেতা
আরও পড়ুন: New Helmet Rules: বাইকে ছোটদের নিয়ে যাতায়াত করেন? বদলাচ্ছে নিয়ম… স্পিডোমিটার ৪০ পেরোলেই বিপদ!