Diamond Harbour: ভারত বাংলাদেশের অস্থির পরিস্থিতি, তার মধ্যেই জলসীমানায় নজিরবিহীন দৃষ্টান্ত

Diamond Harbour: গত অক্টোবর-নভেম্বর মাসে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ভারতের জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরে বাংলাদেশের পটুয়াখালি এবং মঙ্গলায় আটক ছিলেন তাঁরা।

Diamond Harbour: ভারত বাংলাদেশের অস্থির পরিস্থিতি, তার মধ্যেই জলসীমানায় নজিরবিহীন দৃষ্টান্ত
দুই দেশের মৎস্যজীবীদের আদানপ্রদানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 6:03 PM

দক্ষিণ ২৪ পরগনা:  অবশেষে রবিবার বেলায় ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় বঙ্গোপসাগরে দুই দেশের মৎস্যজীবীদের আদান- প্রদান সম্পন্ন হল। বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন ৯৫ জন মৎস্যজীবী। ফেরানো হচ্ছে আটক ৬টি মৎস্যজীবী ট্রলার। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৯০ জন মৎস্যজীবী।

গত অক্টোবর-নভেম্বর মাসে এই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ভারতের জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরে বাংলাদেশের পটুয়াখালি এবং মঙ্গলায় আটক ছিলেন তাঁরা। দুই দেশের তরফে মৎস্যজীবীদের আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরই মধ্যে বাংলাদেশ জুড়ে শুরু হয় হিংসা। জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে। সম্প্রতি দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনার মাধ্যমে মৎস্যজীবীদের আলোচনার বিষয়টি উঠে আসে।

দুই দেশ মৎস্যজীবীদের ফিরিয়ে দিতে সম্মত হয়। মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা সাগরদ্বীপে পৌঁছবেন সোমবার সকালে। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুক্ত ৯৫ জন মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের পাশাপাশি, উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

গত কয়েক মাস ধরে দু’দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।  হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তার পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর। তার মধ্যেই এই উদ্যোগ সত্যিই অভিনব।