Governor at Bhangar: ‘বলি হবে হিংসাই’, বধ্যভূম-ভাঙড়ে দাঁড়িয়েই কথা দিলেন বোস

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 16, 2023 | 2:30 PM

Governor at Bhangar: ভাঙড়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ডেকে তাঁদের কাছে জানতে চান, কী হয়েছিল? কারা ছিল ঘটনাস্থলে? ভাঙড় কলেজ ও বিডিও অফিসেও গিয়েছিলেন তিনি।

Governor at Bhangar: বলি হবে হিংসাই, বধ্যভূম-ভাঙড়ে দাঁড়িয়েই কথা দিলেন বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: গাড়িতে চেপে শুধু ঘটনাস্থল পরিদর্শন নয়, জায়গায় জায়গায় নেমে একেবারে সরেজমিনে ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত হতে শুরু করে ভাঙড়। বৃহস্পতিবার সেই পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেয়। বোমা-গুলির চিহ্ন এখনও একেবারে টাটকা ভাঙড়ের মাটিতে। শুক্রবার সকালে সেখানেই পৌঁছেল গেলেন রাজ্যপাল। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পর শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন তিনি। এবারের নির্বাচনে হিংসার কোনও জায়গা থাকবে না, রাজ্যবাসীকে এমনই ভরসা দিলেন তিনি।

বৃহস্পতিবার ভাঙড়ের ঘটনা নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, ‘একটু ধৈর্য্য় ধরুন। দেখুন কী হয়। কোনও কথা নয়, শুধু অ্যাকশন নেওয়া হবে। এটুকুই বলতে পারি।’ এরপর শুক্রবার সকালে তিনি পৌঁছে যান ভাঙড়ে। যে সব জায়গায় অশান্তির ভয়াবহ ছবি দেখা গিয়েছিল সেই বিজয়গঞ্জ বাজার, মেলার মাঠে যান রাজ্যপাল। কথা বলেন পুলিশ অফিসারদের সঙ্গে। এরপর স্থানীয় বাসিন্দাদের ডেকে তাঁদের কাছে জানতে চান, কী হয়েছিল? কারা ছিল ঘটনাস্থলে? ভাঙড় কলেজ ও বিডিও অফিসেও গিয়েছিলেন তিনি।

পরিদর্শনের পর রাজ্যপাল বলেন, ‘এবারের ভোটে ভায়োলেন্সই হবে ভিকটিম।’ হিংসার কোনও জায়গা থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যপাল আশ্বস্ত করেছেন, হিংসাকে একেবারে শেষ করে দেওয়া হবে, যারা এসব করছে, আইন ও সংবিধান মেনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা না জানালেও রাজ্যপাল উল্লেখ করেছেন, তিনি যা শুনেছে, যা দেখেছেন তা বিশ্লেষণ করে পদক্ষেপ করা হবে। হিংসা বন্ধ করতে যৌথভাবে চেষ্টা করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

Next Article
Panchayat Elections 2023: ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন আইএসএফের মইনুদ্দিনের মা
Panchayat Election 2023: শরীরে গুলির ক্ষত, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভাঙড়ের বিজরুল