Canning: আবাস যোজনার ফর্ম সংগ্রহ করায় বড়দিনের রাত্রে বিজেপি কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2022 | 11:39 AM

Canning: রবিবার রাতের ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে। ঘটনায় জখম হয়েছেন বিজেপি কর্মী সমর্থক সাধন পুরকাইত।

Canning: আবাস যোজনার ফর্ম সংগ্রহ করায় বড়দিনের রাত্রে বিজেপি কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল
ক্যানিংয়ে বিজপিকে মারধর (নিজস্ব ছবি)

Follow Us

ক্যানিং: পঞ্চায়েত ভোট সামনে। তার আগেই চড়ছে উত্তেজনার পারদ। এবার ক্যানিংয়ে (Canning) এক বিজেপি কর্মীকে (BJP worker) বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার রাতের ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার (Canning Police station) অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে। ঘটনায় জখম হয়েছেন বিজেপি কর্মী সমর্থক সাধন পুরকাইত।

নিকারীঘাটার কোড়াকাঠির বাসিন্দা সাধন পুরকাতই। পেশায় একজন গ্যাস সাপ্লাইয়ার। এ দিন, তিনি তাঁর ভ্যান নিয়ে বেরিয়েছিলেন সারাই করার জন্য। এরপর কোড়াকাঠি মোড়ে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় জনাকুড়ি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। অতর্কিতে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে বলে দাবি ওই বিজেপি কর্মী সমর্থকের। ঘটনায় গুরুতর জখম হন তিনি।

গোটা ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা নিয়ে যায়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী সমর্থক। যদিও এই ঘটনায় ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

আহত বিজেপি কর্মী বলেন, “আমি রাত্রিবেলা গাড়ি সারাতে গিয়েছিলাম। তখন একদল তৃণমূল কর্মী পিকনিক করে আসছিলেন। আমায় দেখে গাড়ি দাঁড় করিয়ে টানতে-টানতে নিয়ে যায়। তারপর বেধড়ক মারধর করে।” তিনি আরও বলেন, “আমি বিজেপি করি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ফর্ম সংগ্রহ করছিলাম। সেই রাগেই আমায় মেরেছে।” স্থানীয় বিজেপি নেতা বলেন, “এলাকার উনি বিজেপির কার্যকর্তা। ওর অপরাধ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ফর্ম সংগ্রহ করছিলেন। সেই ক্ষোভে মেরেছে।” যদিও অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতৃত্ব বলেছে, সম্পূর্ণ মিথ্যা ঘটনা। বিজেপি শুধু-শুধু দায় চাপাচ্ছে তৃণমূলের উপর।”

Next Article