Bhangar: ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত-সন্ত্রাসের চেনা ছবি, রাতে যা ঘটল তারপরই নওশাদের গ্রেফতারির দাবি শওকতের

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

May 31, 2024 | 12:04 PM

Bhangar: রাতেই আহতদের দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এসেই তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফাতিরর দাবি তুললেন। এক শিশুও এই ঘটনায় আহত হয়েছে সেই খবরও দেন।

Bhangar: ভাঙড়ে যেন ফিরছে পঞ্চায়েত-সন্ত্রাসের চেনা ছবি, রাতে যা ঘটল তারপরই নওশাদের গ্রেফতারির দাবি শওকতের
শওকত মোল্লা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ভাঙড়: উত্তেজনার আবহ ছিলই। ভোটের একদিন আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এবার তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দলীয় কর্মসূচি মিটিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান। সঙ্গে ছিল দলেরই বেশ কিছু কর্মী। 

অভিযোগ, যখন তাঁরা দল বেঁধে বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফের। ঘটনায় মোট পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

রাতেই আহতদের দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এসেই তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফাতিরর দাবি তুললেন। এক শিশুও এই ঘটনায় আহত হয়েছে সেই খবরও দেন। বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। আমাদের ৫ জন তো গুরুতর আহত হয়েছে সঙ্গে এক শিশুরও বোম লেগেছে। ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল তেমনই এবার গত কয়েকদিন ধরে সেই ছবি ফেরানোর চেষ্টা করছে ওরা। সমাজ বিরোধী, খুনিরা রাতের অন্ধকারে বোমা বাঁধছে। পিছন থেকে অর্থ জোগাচ্ছে ওরা। সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে।” 

Next Article