দক্ষিণ ২৪ পরগনা: মকর সংক্রান্তির পর এ বার মাঘী পূর্ণিমা (Maghi Purnima)। সেই উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় সাগরে। মঙ্গলবার দিনভর শহর কলকাতা ও জেলার পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। কোভিড বিধি মেনে চলার পাশাপাশি ভিড় আটকাতে পুণ্যার্থীদেরকে লাইন দিয়ে কপিলমুনির মন্দিরে ঢুকে পুজো দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। করোনার (COVID19) কারণে এ বছর গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থীদের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম ছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায়, মাঘী পূর্ণিমায় কার্যত সাগরে ভিড়।
ঠিক কী চিত্র এদিন সাগরে?
দেখা গেল, সাগরে উপচে পড়ছে ভিড়। কোভিড বিধি না মেনেই চলছে পুণ্যস্নান। কোনও পুণ্যার্থীর মুখেই নেই মাস্ক। মানা হচ্ছে না যথাযথ দূরত্ববিধি। পুণ্যার্জনের এমন ছবি দেখে কার্যত আঁতকে উঠেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, গঙ্গাসাগরের মতোই এভাবে এমন জমায়েত সুপারস্প্রেডার হতে পারে। সেক্ষেত্রে ক্রমে বিপদ বাড়তে পারে। বৃদ্ধি পেতে পারে সংক্রমণও। ফলে, ফের বঙ্গে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা।
যদিও, জেলাপ্রশাসন সূত্রে খবর, পুণ্যার্থীদের সমস্যার কথা মাথায় রেখে গঙ্গাসাগর গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে মেলা মাঠে বিশাল বিশাল বেশ কয়েকটি ছাউনি তৈরী করে দেওয়া হয়েছে। সেখানে পানীয় জল থেকে শৌচাগারের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের ভিড় দেখে লট নম্বর আট থেকে কচুবেড়িয়া ও নামখানার চেমাগুড়ি থেকে বেনুবন পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ভেসেল ও লঞ্চের বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। সেখান থেকে গঙ্গাসাগরে পৌছানোর জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, গঙ্গাসাগরে মেলা হওয়া নিয়ে শাসক-বিরোধী তরজা আদালতের দুয়ার অবধি গিয়েছিল। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, গোটা গঙ্গাসাগর এলাকাকে ‘নোটিফায়েড এরিয়া’ বলে ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে, রাজ্য সরকারের যে বিশেষ বিধিবদ্ধ নিয়ম রয়েছে, সেটা মান্যতা দিতে হবে বলে জানানো হয়। গঙ্গাসাগর মেলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন করোনা পরিস্থিতির মধ্যে মেলা করা তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও, পরবর্তীতে গঙ্গাসাগর মেলা সংঘটিত হয়। এ বার ফের মাঘীপূর্ণিমায় এমন জমায়েত তা নিয়ে প্রশ্ন থাকছেই।
রাজ্যের কোভিড পরিস্থিতি
প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (Covid-19 Bulletin) অনুযায়ী বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। তবে রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজার ৬৪৪ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
আরও পড়ুন: ‘২ দিনের মধ্যে মনোনয়ন প্রত্যাহার, না হলেই ব্যবস্থা’, নির্দল-কাঁটায় কড়া অরূপ!