Mithun Chakraborty: ‘বছরে এক আধবার আসি, যখন আসি…’, ডায়লগে ‘তুফান’ মিঠুনের

Toofan: মিঠুন জনসভায় বক্তব্য রাখতে উঠতেই ভেসে আসে ডায়লগ বলার অনুরোধ। একাধিক ডায়লগ বলার জন্য মিঠুনকে অনুরোধ করেন ওই জনসভায় উপস্থিতরা। যদিও মিঠুন একাধিক ডায়লগ বলতে এ দিন রাজি হননি।

Mithun Chakraborty: 'বছরে এক আধবার আসি, যখন আসি...', ডায়লগে 'তুফান' মিঠুনের
মিঠুন চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 6:05 PM

বাসন্তী: পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। বিজেপি-র বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছেন তিনি। সেই সব জনসভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিচ্ছেন বিভিন্ন বাংলা সিনেমার জনপ্রিয় ডায়লগ। বুধবার সেই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সেখানে বিজেপির জনসভায় যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। মেনুতে ডাল, ভাত, মাছ ছাড়াও ছিল চাটনি, মিষ্টি। মিঠুন জনসভায় বক্তব্য রাখতে উঠতেই ভেসে আসে ডায়লগ বলার অনুরোধ। একাধিক ডায়লগ বলার জন্য মিঠুনকে অনুরোধ করেন ওই জনসভায় উপস্থিতরা। যদিও মিঠুন একাধিক ডায়লগ বলতে এ দিন রাজি হননি। তিনি প্রথম থেকেই বলেন, “একটি ডায়লগই বলব।” সেই ডায়লগ বললে, আর কিছু বলার দরকার হবে না।

এর পরই মিঠুন বলেন, “নাম তুফান।” এই দুটি শব্দ উচ্চারণের পরই উপস্থিত জনতার হাততালিতে মুখরিত হয় জনসভা। সেই হাততালির রেশ শেষ হতেই মিঠুন ফের শুরু করেন। বলেন, “নাম তুফান। বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে। আর যখন যাই তখন সবাই তাঁর অস্বিস্ত খুঁজে বেরায়।” ‘তুফান’ মিঠুন চক্রবর্তী অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা। এই ছবিতে মিঠনের অভিনয়, ডায়লগ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। সেই ছবির ডায়লগই বুধবার বাসন্তীতে বলেছেন মিঠুন।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপি-তে যোগ দেন মিঠুন। সে দিনই তার মুখে শোনা গিয়েছিল জনপ্রিয় ডায়লগ। নিজেকে ‘জাত গোখরো’ বলে অভিহিত করেছিলেন তিনি। যদিও ‘গোখরোর ছোবল’ ঘাসফুল জমানার অবসান ঘটাতে পারেনি। কিন্তু আসন্ন পঞ্চায়েত ভোটেও মিঠুনকে মুখ করে লড়তে চাইছে বিজেপি। সেই ভোটে মিঠুন কতটা প্রভাব বিস্তার করতে পারেন, তা উত্তর মিলবে ভবিষ্যতে। কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে পদ্মশিবিরের জনসভায় মিঠুনকে নিয়ে উচ্ছ্বাসে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা বুঝিয়ে দিচ্ছে মিঠুনকে কাছে পেয়ে ডায়লগের আব্দার।