West Bengal School: সরকারি এই স্কুলে বেঞ্চে বসা নিয়ে বড় সিদ্ধান্ত, নতুন কী বদল এল?
Sundarban: সাধারণত ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে স্কুলের দুষ্টু পড়ুয়ারা। এই ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। মালায়ালমের একটি ছবির অনুকরণে এই কাজ করা হয়েছে।

সুন্দরবন: ‘ব্যাকবেঞ্চার’ এই শব্দটার সঙ্গে প্রায় সকলেই পরিচিত। সাধারণত ক্লাসরুমের দুষ্টু পড়ুয়ারা বসে পিছনে। কিন্তু এবার আর সেই ‘অপশন’ থাকবে না। বড় সিদ্ধান্ত সুন্দরবনের স্কুলগুলির। এবার থেকে নেওয়া হবে নতুন ব্যবস্থা।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মথুরাপুর ২ নম্বর ব্লকের বকুলতলা এফপি স্কুলেও এবার নেওয়া হল ‘নো মোর ব্যাকবেঞ্চার নীতি’। নতুন ব্যবস্থায় ইউ (U) শেপে ছাত্র-ছাত্রীদের আসন বিন্যাস করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের সামনে থাকছে অনেকটাই ফাঁকা জায়গা। বেঞ্চের অবস্থান অদলবদল করে এই ইউ শেপ আনা হয়েছ।
সাধারণত ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে স্কুলের দুষ্টু পড়ুয়ারা। এই ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। মালায়ালমের একটি ছবির অনুকরণে এই কাজ করা হয়েছে।
এ বিষয়ে বকুলতলা স্কুলের প্রধান শিক্ষক নিখিল সামন্ত জানিয়েছেন, “পিছনের বেঞ্চে বসে অনেক পড়ুয়া অমনোযোগী হয়ে পড়ে। নতুন আসন বিন্যাসে শিক্ষকরা সকলের দিকে নজর দিতে পারবে।” অভিভাবকরাও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের আশা পরীক্ষামূলক এই ব্যবস্থা স্কুলগুলির ক্রম হ্রাসমান পড়ুয়া সংখ্যা রুখতে পারবে। ‘ব্যাক বেঞ্চের’ ধারণা মুছে নতুন ভাবে সাজবে শ্রেণিকক্ষ। ক্লাসরুম থেকে উঠে যাবে এই ‘ব্যাক বেঞ্চ’।

