ফ্রেজারগঞ্জ: উৎসবের আনন্দের মধ্যে প্রাণ গেল এক যুবকের। কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশকর্মীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনির বাঘডাঙায়। মৃত ওই পুলিশ কর্মীর নাম পরিতোষ বিশ্বাস। তিনি ফ্রেজারগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বড়দিনের জন্য মৌসুনি এলাকার ব্যবস্থা দেখতে গিয়েছিলেন।
এবার ঘটনাস্থল পরিদর্শনের পর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন পরিতোষবাবু। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানার দ্বারিকনগর গ্রামীন হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিতোষ উত্তর ২৪ পরগনার পলতার বাসিন্দা। গত এক বছর আগে এই থানায় যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী জানান, “রাতের খেয়ে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই। এরপরই আমারা চলে যাই এলাকায়। দেখি বাইকে দুজন একটি গাছের সঙ্গে ধাক্কা মেরে নীচে পড়ে রয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।”
উল্লেখ্য, বড়দিনের মধ্যে পূর্ব বর্ধমানের ভাতার থেকেও একটি দুর্ঘটনার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, ভাতারের শিকারপুর গ্রামে পীর বাবার একটি মেলা হচ্ছে। সেই মেলা থেকেই ফেরার পথে রাতে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ বাগ (২২) ও জয়ন্ত মাঝি(২২)। জয়ন্তর মাস চারেক আগে বিয়ে হয়েছে।
সূত্রের খবর, ওই যুবকরা মেলা দেখতে বেরিয়েছিলেন। সেই সময় সামনের দিক থেকে আশা একটি ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।খবর আসতেই গ্রামে শোকের ছায়া ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, “নুরপুরের কাছে একটি মেলা বসেছিল। সেই মেলা থেকে ফেরার পথে বাইকে থাকা দু’জনকে ট্রাক্টর পিষে দিয়ে চলে যায়। এবার সেই সময় আরও কয়েকজন মেলা দেখে ফিরছিল। তারাই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু আর প্রাণে বাঁচানো যায়নি।”
আরও পড়ুন: Vaccination: বড়দিনে বড় উপহার রায়গঞ্জে, দুয়ারে এল ভ্যাকসিন, টিকা নিলেন বয়স্করা