South 24 Parganas: বিষ খাইয়ে কুকুর ‘খুন’, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 25, 2021 | 11:51 AM

South 24 Parganas: অভিযোগ এরমধ্যে তিনটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। অভিযোগের তির প্রতিবেশী পূরবি দাস, মৌসুমী দাস ও পল্লবী দসের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

South 24 Parganas: বিষ খাইয়ে কুকুর খুন, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
কুকুর খুনের অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বিষ খাইয়ে কুকুর মেরে দেওয়ার অভিযোগ। মোট তিনটি কুকুর মেরে দেওয়া হয়েছে বলে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। নরেন্দ্রপুরের পাঁচপোতা এলাকায় ভাড়ায় থাকেন এক দম্পতি জয় আগরওয়াল ও দিয়া। তাদের মোট ২০টি কুকুর ছিল। অভিযোগ এরমধ্যে তিনটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। অভিযোগের তির প্রতিবেশী পূরবি দাস, মৌসুমী দাস ও পল্লবী দসের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, কয়েক মাস আগে ওই এলাকায় এসেছেন জয় আগরওয়াল ও তাঁর স্ত্রী। দু’জনই কুকুরপ্রেমী। তাঁদের বাড়িতে মোট ২০ টা কুকুর ছিল। এই নিয়ে প্রতিবেশী পূরবি দাসের পরিবারের সঙ্গে তাঁদের সমস্যা ছিল প্রথম থেকেই। তাঁদের কুকুর পূরবির বাড়ির বারান্দায় প্রস্রাব করে দিত বলে অভিযোগ। সমস্যার সূত্রপাত সেখান থেকেই।

জয় আগরওয়াল তাঁর বয়ানে জানিয়েছেন, কুকুর নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে বচসা হয়েছে। বিভিন্ন সময়ে তাঁদের গালিগালাজ করা হত। কুকুর মেরে ফেলার হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। এই নিয়ে প্রতিবেশীরা দুপক্ষের ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সাময়িকভাবে তা হলেও, ফের একই কারণে ঝামেলা হত তাঁদের।

শুক্রবার রাতে জয় আগরওয়াল তাঁর তিনটি কুকুরকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে দাবি জয় আগরওয়ালের। তিনি দাবি করেন, তাঁর স্ত্রী চিকিৎসক। তিনি প্রাথমিকভাবে মনে করছেন, বিষ দিয়েই খুন করা হয়েছে তাদের।

এক্ষেত্রে পূরবির সঙ্গে তাঁদের আরও একবার ঝামেলা হয়। সেখানে পূরবি নাকি ঝগড়ার সময়ে খুনের কথা স্বীকারও করেছেন বলে দাবি জয় আগরওয়ালের। তিনি সেটি ভিডিয়ো করে রেখেছেন প্রমাণের স্বার্থে। ক্যামেরার সামনে তেমনই দাবি করেছেন জয় আগরওয়াল।

ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় তিনটি কুকুরের খুনের ঘটনায় এফআইআর দায়ের করেছেন জয় আগরওয়াল। প্রায় একই রকম অভিযোগ ওঠে গত ২৫ অক্টোবর বসিরহাটের গড়দহ গ্রামে। সেক্ষেত্রে রসগোল্লার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে অবশ্য অভিযোগ করতে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ ওঠে। বছর দুয়েক আগে এনআরএসে কুকুর পিটিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। সেই ভিডিয়ো নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে।

আরও পড়ুন: Subhranshu Roy on Mukul Roy: ‘বাবা সুস্থ নয়, সময় দিন’, মুকুলের বেফাঁস মন্তব্যের পর বললেন পুত্র শুভ্রাংশু

আরও পড়ুন: Anubrata Mondal On Mukul Roy: একবার একান্ত আলাপচারিতায় মুকুলের একটি কথায় বিস্মিত হয়েছিলেন অনুব্রতও! এবার সামনে এল সেই প্রসঙ্গ

Next Article