Vaccination: বড়দিনে বড় উপহার রায়গঞ্জে, দুয়ারে এল ভ্যাকসিন, টিকা নিলেন বয়স্করা
Covid-19 Vaccination: এই উদ্যোগের প্রশংসা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
উত্তর দিনাজপুর: বড়দিনে বড় উপহার রায়গঞ্জে। অসুস্থ ও বয়স্ক নাগরিকদের জন্য বাড়ি বাড়ি টিকাকরণের ব্যবস্থা করল রায়গঞ্জ পুরসভা। সকাল সকাল ‘দুয়ারে ভ্যাকসিন’ পেয়ে খুশি এলাকার লোকজনও।
কোভিডের ভয়াবহতার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন। রায়গঞ্জ পুরসভা এরই মধ্যে একটি তালিকা তৈরি করে। মূলত কারা এখনও ভ্যাকসিন নেননি সেই তালিকাই তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী জেলা স্বাস্থ্য দফতরের একটি দল ও রায়গঞ্জ পুরসভা যৌথ উদ্যোগে ২৩ নম্বর ওয়ার্ড-সহ রায়গঞ্জের ২৭টি ওয়ার্ডেই এই টিকাকরণের অভিযান চলে।
সূত্রের খবর, এদিন মূলত প্রথম ডোজ়ের প্রাপক সংখ্যাই বেশি ছিল। অর্থাৎ প্রথমবার টিকা নিচ্ছেন এমন প্রবীণ কিংবা অসুস্থ নাগরিকই এদিন বেশি ছিলেন। পরের ডোজ় তাঁরা কবে পাবেন, সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়। একই পদ্ধতিতে টিকার দ্বিতীয় ডোজ় পাবেন বলে আশ্বস্ত করা হয়।
এদিন কোভিশিল্ড পেয়েছেন রায়গঞ্জের ওই বাসিন্দারা। আগামী ৮৪ দিন পর ফের স্বাস্থ্য দফতরের টিম ও পুরসভার লোকজন ফের টিকা দেবেন। বড়দিনে এভাবে বাড়িতে ভ্যাকসিন পেয়ে দারুণ খুশি প্রত্যেকেই। পুরপিতা সন্দীপ বিশ্বাস জানান, ২৫শে ডিসেম্বর বড় দিন। এই বিশেষ দিনটিকে বেছে নিয়ে স্বাস্থ্য দফতরের কর্মীদের সঙ্গে থেকে টিকা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বনিক বলেন, “খুবই ভাল উদ্যোগ। আমি সাধুবাদ জানাচ্ছি। যাঁরা বাদ পড়ে গিয়েছিলেন, তাঁদের টিকা তো দিতেই হবে। তাই যাঁরাই এই উদ্যোগ নিয়ে থাকুন, তাঁরা ভাল কাজ করেছেন। কেন না ভ্যাকসিন যদি না নেওয়া হয় তাহলে বিপদ তো আরও বাড়বে।”
রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাসের কথায়, “আজ এই শুভদিনে এরকম উদ্যোগ নিঃসন্দেহে খুব ভাল লাগছে। মানুষের আশীর্বাদটুকু ছাড়া আর কিছুই চাই না। একটা পবিত্র দিন। আমি স্বাস্থ্য দফতরকে বলেছিলাম যদি আমাকে এই দিনটায় মানুষের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার সুযোগ দেওয়া যায়। ২৭টা ওয়ার্ডেই এই দুয়ারে ভ্যাকসিন হচ্ছে। আমার ২৩ নম্বর ওয়ার্ডে শনিবার হল। আমার একটা ছুটির দিন দরকার ছিল।”
আরও পড়ুন: এবার উত্তর কলকাতার বিজেপি সামলাবেন কল্যাণ চৌবে, বদল অধিকাংশ জেলা সভাপতিই