Bhangar Situation Gallery: ভাঙড় যেন আস্ত শ্মশান, আধ পোড়া গাড়ির ‘চিতা’ থেকে এখনও উঠছে ধোঁয়া, ইতিউতি পড়ে বোমা, দেখুন ছবি
Panchayat Election Violence: মেলার মাঠে পড়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি গুলো। তার থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে ২৪ ঘণ্টা পরও। রাত পেরলেও আতঙ্ক সরছে না ভাঙড় থেকে।
ভাঙড়ের ছবি
Follow Us:
পড়ে রয়েছে বন্দুকের বাট, পড়ে রয়েছে তাজা বোমা। পরপর দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়া গাড়ির অংশ। যেন কোনও যুদ্ধক্ষেত্রের ছবি। শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল ভাঙড়ে।
বিজয় গঞ্জ বাজার, মেলার মাঠ সহ একাধিক জায়গায় কার্যত তাণ্ডব চলে বৃহস্পতিবার। মনোনয়ন পেশের সময়সীমার শেষ কয়েক ঘণ্টা যেন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ৫ থেকে ৬ টি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছিল।
বুধ, বৃহস্পতিবার ঠিক কী ঘটলা ভাঙড়ে? কারা আক্রমণ করল? সদুত্তর পাওয়া যাচ্ছে না এলাকার মানুষের কাছ থেকে। ২৪ ঘণ্টা পরও উত্তর দেওয়ার সাহস পাচ্ছেন না অনেকেই। আবার কেউ বলছেন, ‘দূর থেকে দেখেছি। ঠিক বলতে পারব না।’
মাঠে পড়ে রয়েছে প্যাকেট প্যাকেট কার্তুজ। পড়ে রয়েছে বোমা। একটু অসাবধান হলেই বিপদ! এলাকার কিছু মানুষের অভিযোগ, বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছিল। বোমা মেরে ভয় দেখানো হচ্ছিল বলেও অভিযোগ জানাচ্ছেন তাঁরা।
মাঠে বোমা, বন্দুক পড়ে রয়েছে পুলিশ কোথায়? না, সকাল থেকে তেমনভাবে দেখা মেলেনি পুলিশ। নেই কোনও তৎপরতাও। কোথায় যে বোমা পড়ে আছে, তা বুঝে উঠতে না পেরে আতঙ্কের প্রহর গুনছে ভাঙড়বাসী।