WB Panchayat Polls 2023: চোপড়ায় গুলি চালনার ঘটনায় গ্রেফতার ১৭, ধৃতদের কেউ বললেন, ‘তৃণমূল প্রার্থী হিসাবে এসেছিলাম’
WB Panchayat Polls 2023: মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার রক্তাক্ত হয় উত্তর দিনাজপুরের চোপড়া। মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা। সঙ্গে ছিলেন দু'দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, রাখালবাড়ি এ
উত্তর দিনাজপুর: চোপড়ায় মনোনয়নে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বৃহস্পতিবারই ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতের কাছে আবেদন জানিয়েছে। তবে সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই জেরায় দাবি করেছে তারা নির্দোষ। গুলিচালনার ঘটনায় কোনওভাবেই জড়িত নয় বলে দাবি তাদের। ধৃতদের মধ্যেই আবার কেউ কেউ বলেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়ে ফিরছিলেন। অশান্তির মাঝে পড়ে যান তিনি। মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার রক্তাক্ত হয় উত্তর দিনাজপুরের চোপড়া। মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা। সঙ্গে ছিলেন দু’দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, রাখালবাড়ি এলাকায় তাঁরা পৌঁছতেই পথ আটকায় বাঁশ, লাঠি, লোহার রড হাতে কয়েকজন যুবক। তাঁদের প্রত্যেকের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল বলে অভিযোগ। মনোনয়ন জমা দিতে বাধা দেন তাঁরা। প্রতিরোধ গড়লে শুরু হয় সংঘর্ষ। ভিড়, ঠেলাঠেলি, উত্তেজনার মধ্যেই ভিড়ের মধ্যে থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। নির্বিচারে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন তিন জন। তাঁরা কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে।
তৃণমূলের কর্মী সমর্থকরাই গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এমনকি এই হামলার জল গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
যদিও এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চোপড়ার ঘটনায় তৃণমূল যুক্ত নয়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চায়েত ভোটের সমস্যা একটাই। এত নীচু লেভেলে ভোট হয়, অনেক সময়ে একই বাড়ি থেকে চারজন দাঁড়িয়ে যায়। ফলে কখনও মায়ের সঙ্গে ছেলের, কখনও কাকার সঙ্গে জ্যাঠার সমস্যা হয়ে যায়।” এই ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদের তত্ত্ব খাঁড়া করেন তিনি।