ডায়মন্ডহারবার: বছরের প্রথম দিন। উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালি। তারমধ্যে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি। ঘটনায় গুরুতর জখম অন্তত ১৫ জন।
ঘটনাস্থান ডায়মন্ডহারবারের কুল্পি। জানা গিয়েছে, পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পর্যটক দলের গাড়িটি। আচমকা সামনে চলে আসা এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে। সঙ্গে-সঙ্গে স্থানীয়রা সকলকে উদ্ধার করে কুল্পি ব্লক হাসপাতলে ভর্তি করেন।
এদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখমদের মধ্যে গাড়িচালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কুলপি থানার দয়রামপুরের কাছে বিজয়গঞ্জ কুলপি রোডে। জখমরা সকলেই মন্দির বাজারের মাধবপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে ওই পর্যটকের দল এদিন নতুন বছর উপলক্ষে গাড়ি ভাড়া করে কুলপির ট্যাংরারচড়া এলাকায় হুগলি নদীর তীরে পিকনিক করতে যাচ্ছিল। টাটা হাতি গাড়িতে ২২জন ছিল বলে জানা গিয়েছে।
প্রতক্ষ্যদর্শীদের কথায়, “একটি ছোটো হাতি করে পর্যটকের দল পিকনিক করতে যাচ্ছিলেন। ওরা মূলত কুলপির ট্যাংরারচড়া এলাকায় যাচ্ছিলেন। এবার মাঝপথে যাওয়ার সময়ই সামনে থেকে একটি বাইক সামনে থেকে চলে আসে। ওই বাইকটিকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।”
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শেখ নাসির আলি (৪৩) ও টুম্পা দাস (৩৪)। মৃত দু’জনই ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ দু’টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় গতকাল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনাস্থলের থেকে সামান্য দূরেই রাজ্য সড়কের পাশে একটি মাঠে স্থানীয় ক্লাবের তরফে ধুমধাম করে বর্ষ বিদায় ও বর্ষ বরণের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: Corona: স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাড়ছে সংক্রমণ! এবার করোনা আক্রান্ত চিত্তরঞ্জন ন্যাশনালের অধ্যক্ষ