Saayoni Ghosh: ‘বাপীর বৌ পেয়েছে, আমরা কি ভোট দিই না’ সায়নীকে শুনিয়ে দিলেন বৃদ্ধা

Saayoni Ghosh: শুক্রবার বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার দমদমা মাছপুকুর,ঘাটকান্দায় নির্বাচনী প্রচারে যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীকে দেখতে রাস্তার পাশের বহু মানুষ জড়ো হন। তাঁদের মধ্যেই মহিলারা তৃণমূল প্রার্থীকে হাতের সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথা বলেন।

Saayoni Ghosh: 'বাপীর বৌ পেয়েছে, আমরা কি ভোট দিই না' সায়নীকে শুনিয়ে দিলেন বৃদ্ধা
সায়নীকে ঘিরে বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 3:44 PM

বারুইপুর: লাল রঙের হুডখোলা গাড়িতে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুরে রোদ মাথায় নিয়েই প্রচারে নেমেছেন তিনি। গাড়ি থেকে হাত মেলাচ্ছেন সকলের সঙ্গে। কাছে ডাকছেন গ্রামবাসীদের। শুনছেন অভাব অভিযোগের কথা। বলছেন,” কাছে এসো মা…।” আর যেই কাছে এলেন মহিলারা সঙ্গে-সঙ্গে রাস্তা-জল নিয়ে উঠল একাধিক অভিযোগ। বললেন, “কিছু হল না। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না। কল নেই।”

শুক্রবার বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার দমদমা মাছপুকুর,ঘাটকান্দায় নির্বাচনী প্রচারে যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সায়নীকে দেখতে রাস্তার পাশের বহু মানুষ জড়ো হন। তাঁদের মধ্যেই মহিলারা তৃণমূল প্রার্থীকে হাতের সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথা বলেন। তৃণমূল প্রার্থী আগামী দিনে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সুফিয়া বিবি নামে এক গ্রামবাসী বলেন, “ওনাকে ডেকে বলেছি আমাদের কল দেয়নি। সবাইকে দুটো করে কল দিয়েছে। বাপীর বৌ পেয়েছে। আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিই না? ওরা কেন দুটো কল পেল।” যদিও, বিষয়টিকে হাসি মুখেই মেনে নিয়েছেন তৃণমূল নেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বললেন, “ওদের সমস্যা হলে বলবেন। ৯০ জন যদি ভাল কথা বলেন সেটা দেখাবেন না। একজন যদি বলেন জল পাচ্ছি না সাংবাদিকরা বলেন বিক্ষোভ করছেন।”