AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaukat Molla: ভোটের আগেই বিরাট দায়িত্ব শওকতের, ভাঙড়ে হচ্ছে মিষ্টি বিতরণ

TMC Leader Shaukat Molla: দলের নতুন সিদ্ধান্তে খুশির হাওয়া শওকতের অনুগামীদের মধ্যে। ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহসান মোল্লার উদ্যোগে কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। উচ্ছ্বাসের সুরেই আহসান মোল্লা বলেন, “আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও শকওত মোল্লাকে বড় দায়িত্ব দিয়েছে।”

Shaukat Molla: ভোটের আগেই বিরাট দায়িত্ব শওকতের, ভাঙড়ে হচ্ছে মিষ্টি বিতরণ
শওকত মোল্লা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2025 | 3:06 PM
Share

ভাঙড়: ভোটের মুখে বড় দায়িত্ব পেলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়-সহ চারটি বিধানসভার নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন তিনি। সেই আনন্দে ভাঙড়ে মিষ্টি বিতরণ করতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের। ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম ও সাতগাছিয়া বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শওকতকে। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল লিস্টে তাঁর নাম প্রকাশিত হয়েছে।

দলের নতুন সিদ্ধান্তে খুশির হাওয়া শওকতের অনুগামীদের মধ্যে। ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহসান মোল্লার উদ্যোগে কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। উচ্ছ্বাসের সুরেই আহসান মোল্লা বলেন, “আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও শকওত মোল্লাকে বড় দায়িত্ব দিয়েছে। ভাঙড় ছাড়া আরও তিনটি এলাকার দায়িত্ব দিয়েছে। সেই  আনন্দেই আমরা মিষ্টি বিতরণ করছি। শওকত মোল্লার নেতৃত্বে আমরা চব্বিশ সালে জিতেছি, এবার আগামী ভোটেও আমরা জিতব।” 

আসন্ন ভোটে জয় নিয়ে যে একপ্রকার নিশ্চিত তা বারবার জানিয়েছেন শওকত। রীতিমতো আত্মবিশ্বারের সুরে লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও। অক্টোবরে বলেছিলেন, “আমরা চাই নওশাদ প্রার্থী হোক। কারণ ২০২১ সালেও নওশাদ ওখান থেকেই ঘুঁটি জিতত না। নেত্রীকে শিক্ষা দিতে গিয়ে তথাকথিত দু’চার জন নেতা নওশাদকে জিতিয়ে দিয়েছিল। সংখ্যালঘুদের শত্রু হচ্ছে সংখ্যালঘু।” এদিকে বিগত কয়েক মাসে লাগাতার আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতির খবরও সামনে এসেছে। ঝরেছে রক্ত। কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে পুলিশ-প্রশাসনের।