জয়নগর: ভোররাতে বাড়ির সবাই অঘোরে ঘুমোচ্ছিলেন। কিন্তু বাড়ির ছোট ছেলের নাকে ভেসে আসে বিকট গন্ধ। সন্দেহ হওয়ায় ঘর থেকে বেরনোর চেষ্টা করেন তিনি। দরজা তখন বাইরে থেকে বন্ধ। জোর করে দরজা খুলতেই পিছলে যায় তাঁর পা। দেখেন, মেঝেতে পড়ে পেট্রোল জাতীয় কিছু। আর ‘দাদা’র ঘরের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশেই পড়ে পেট্রোলের বোতল। চোখ পড়ে দৌড়ে পালিয়ে যাওয়া এক ব্যক্তির ওপরেও। ভয়ানক ঘটনা জয়নগরের দক্ষিণ কালিকাপুর গ্রামে। বাড়ির দুই শিশু-সহ ৬ জনকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক।
দক্ষিণ কালিকাপুর গ্রামের বাসিন্দা তুষার কান্তি মন্ডল। তার দুই শিশু সন্তান, স্ত্রী, ভাই পার্থসারথি মণ্ডল এবং পিসিকে নিয়েই বসবাস করেন তুষারl মোট তিনটি ঘরেতেই তাঁদের পরিবারের সদস্যরা থাকেনl অন্যান্য দিনের মতন সোমবার রাতে তাঁরা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেনl
ভোরবেলায় ঘুমের মধ্যেই গন্ধ নাকে পার্থসারথি মন্ডলেরl কৌতুহলবশত তিনি ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখেন যে বাইরে থেকে দরজা তার দিয়ে বাঁধা রয়েছেl তিনি জোর করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখেন একজন পালিয়ে যাচ্ছেl দাদা তুষার কান্তি মন্ডল ঘরের সামনে তখন দাউদাউ করে জ্বলছে আগুন। পিসির ঘরের সামনেও তার দিয়ে বাঁধা ছিল বলে তাঁর দাবি। সেখানেও তেল ঢালা ছিলl
পার্থসারথীর দাবি, তিনটি ঘরেতেই দরজার ফাঁক দিয়ে ঢালা হয়েছিল তেলl তার চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের বাকি সদস্যদেরl দরজা খুলে তাঁদের বেরিয়ে আসতে সাহায্য করেন পার্থসারথী। বাড়ির বিভিন্ন জায়গাতে তখনও বোতলে তেল রাখা ছিলl এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায়।
গ্রামবাসীরা জড়ো হয়ে যান। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেl প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, এলাকার এক বাসিন্দাদের সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ রয়েছে এই পরিবারের। এই ঘটনার নেপথ্যে সেই বিবাদ কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে আতঙ্কে ভুগছে মণ্ডল পরিবার। আরও পড়ুন: বাবুলালকে ভাইফোঁটাও দিতেন শুভ্রজিতের বোন, ১৫ বছরের বন্ধুত্বে ছেদ স্রেফ একটা কারণেই! বিরাটি খুনে নয়া তত্ত্ব