দক্ষিণ ২৪ পরগনা: টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। ভেসে গিয়েছে জমি, হাঁটু সমান জল ঘরেও। জল নিকাশির জন্য তাই বাধ্য হয়ে রাস্তা কাটেন গ্রামবাসীদের একাংশ। আর তাতেই গণ্ডগোল। দুই গ্রামের মধ্যে খণ্ডযুদ্ধ। চলল গুলি, পড়ল বোমা, তলোয়ার হাতে প্রকাশ্যে দাপাদাপি। ঘটনায় তীব্র উত্তেজনা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বাগজেলা খালের পাড়ে বানিয়াড়া ও চিলেতলা গ্রাম। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে চিলেতলা গ্রামের চাষির জমি। জল উঠেছে বাড়িতেও। তাই বাধ্য হয়েই এক রকম জল নিকাশির জন্য চিলেতলা গ্রামের বাসিন্দারা জল নিকাশির জন্য খালের পাড়ের রাস্তা কাটেন।
অভিযোগ, সেই সময় বানিয়াড়া গ্রামের লোকজন বাধা দেন। তা নিয়ে শুরু হয় অশান্তি। বচসা চেহারা নেয় সংঘর্ষের। অভিযোগ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলা করতে থাকেন বানিয়াড়া গ্রামের বাসিন্দারা। লাঠি-সোঁটা নিয়ে পালটা হামলা করেন চিলেতলার বাসিন্দারাও চলে দুপক্ষের সংঘর্ষে। জমা জলের মধ্যেই চলে হামলা। আগ্নেয়াস্ত্র-বোমা নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায়।
দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটে কয়েকজনের। অপর দিকে বানিয়াড়া গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। সেই রাস্তাটিই কেটে চিলেতলা গ্রামের মানুষ অসুবিধা তৈরি করছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ।
এক ঘটনায় বানিয়াড়া গ্রামের এক বাসিন্দা বলেন. “ওরা প্রায় ৫০-৬০ জন লোক এনেছিল এখানে। প্রত্যেকের হাতে তলোয়ার- অস্ত্র। বাঁধ দিয়েছিলাম। রাস্তা কাটা নিয়েই সমস্যা। আমাদের পঞ্চায়েত প্রধানকে গলা ধাক্কা দিয়েছে। ”
গ্রামেরই এক মহিলার কথায়, “আমাদের সব কিছুই ভেসে গিয়েছে। বাড়িঘর-জমি জায়গা। গ্রামেরই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সরু ফালি করে রাস্তা কেটে জল বার করার চেষ্টা করছিল। কিন্তু সেটাতেও ওরা বাধা দেয়। বন্দুক, তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে আসা ওরা। আমাদের গ্রামের অনেকেই আক্রান্ত হয়েছে। অনেকের মাথা ফেটে গিয়েছে।”
এ প্রসঙ্গে ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদ্দাসের হোসেন বলেন, “একটা সুরু রাস্তা কাটা নিয়ে সমস্যা শুনেছি। পুরো বিষয়টা এখনও জানি না। শুনলাম দুই গ্রামের মধ্যে ঝামেলা হয়েছে। দুটি গ্রামই ভেসে গিয়েছে। গোটা বিষয়টা আগে শুনি, পরে ঝামেলা মিটিয়ে দেব।”
এখনও তপ্ত রয়েছে এলাকা। গ্রামে ঢোকার মুখেই দেখা যাচ্ছে, অস্ত্র, তলোয়ার নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করছেন কয়েকজন। সরু করে কাটা নালির সামনেই অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন তাঁরা। হাতিয়ার হাতে প্রকাশ্যে এই ভাবে গ্রামবাসীদের ঘোরাফেরার ছবি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘক্ষণ ওই এলাকায় পুলিশকে দেখতে পাওয়া যায়নি।
TV9 বাংলায় ওই এলাকার দৃশ্য সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। বানিয়াড়া গ্রামে পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে এলাকা থেকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: Maldah Crime: সারা শরীর জুড়ে দগদগে ঘা, রক্ত বেরোচ্ছে! দুই মেয়ের মা হওয়ার মাশুল গুনল বাইশের বধূ
আরও পড়ুন: Khanakul: রাস্তা যেন মরণ ফাঁদ, জল নামলেও দুর্ভোগ কমছে না খানাকুলবাসীর