Khanakul: রাস্তা যেন মরণ ফাঁদ, জল নামলেও দুর্ভোগ কমছে না খানাকুলবাসীর

Photo Gallery: আবহাওয়া দফতরের পূর্বাভাস আবারও দুর্যোগ অপেক্ষা করছে বাংলার জন্য।

| Edited By: | Updated on: Sep 24, 2021 | 10:27 AM
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হুগলির খানাকুল। বৃহস্পতিবার থেকে তেমন বৃষ্টি না হওয়ায় জল নেমেছে ঠিকই। কিন্তু জল নামতেই এলাকার পথঘাটের কঙ্কালসার চেহারাটাও ফুটে উঠেছে। যে সমস্ত জায়গায় বাঁধ ভেঙেছিল, সমস্ত এলাকা এখন একেবারে জল থই থই। দেখা বোঝার উপায় নেই মাঠ না পুকুর।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হুগলির খানাকুল। বৃহস্পতিবার থেকে তেমন বৃষ্টি না হওয়ায় জল নেমেছে ঠিকই। কিন্তু জল নামতেই এলাকার পথঘাটের কঙ্কালসার চেহারাটাও ফুটে উঠেছে। যে সমস্ত জায়গায় বাঁধ ভেঙেছিল, সমস্ত এলাকা এখন একেবারে জল থই থই। দেখা বোঝার উপায় নেই মাঠ না পুকুর।

1 / 6
এখনও পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। নৌকাই একমাত্র ভরসা। তাতেও বিপদের ঝুঁকি রয়েছে পদে পদে। কারণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রূপনারায়ণের একেবারে পাশেই যে বাঁধ ছিল তা আসলে ছিল বাঁধানো কংক্রিটের রাস্তা।

এখনও পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। নৌকাই একমাত্র ভরসা। তাতেও বিপদের ঝুঁকি রয়েছে পদে পদে। কারণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রূপনারায়ণের একেবারে পাশেই যে বাঁধ ছিল তা আসলে ছিল বাঁধানো কংক্রিটের রাস্তা।

2 / 6
রূপনারায়ণের প্রবল স্রোতে প্রায় একশো মিটার বা তারও বেশি এলাকা পুরোটাই ভেঙে গিয়েছে। পরপর দু'বার বন্যা। হাওয়া অফিস আবারও দুর্যোগের ইঙ্গিত দিয়েছে। এবার বৃষ্টি হলে কী হবে কেউ জানে না। জল নামার পর এলাকা পরিদর্শনে যান আরামবাগ মহকুমা সেচ দফতরের দুই আধিকারিক। এলাকা ঘুরে দেখেন তাঁরা।

রূপনারায়ণের প্রবল স্রোতে প্রায় একশো মিটার বা তারও বেশি এলাকা পুরোটাই ভেঙে গিয়েছে। পরপর দু'বার বন্যা। হাওয়া অফিস আবারও দুর্যোগের ইঙ্গিত দিয়েছে। এবার বৃষ্টি হলে কী হবে কেউ জানে না। জল নামার পর এলাকা পরিদর্শনে যান আরামবাগ মহকুমা সেচ দফতরের দুই আধিকারিক। এলাকা ঘুরে দেখেন তাঁরা।

3 / 6
খানাকুলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি(নিজস্ব চিত্র)

খানাকুলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি(নিজস্ব চিত্র)

4 / 6
অপর দিকে রূপনারায়ণের জলস্তর অনেকটাই কমেছে। জল আর গ্রামে ঢুকছে না। তবে আবারও ঘূর্ণাবর্ত সামনে আশায় দুশ্চিন্তার মেঘ জমেছে খানাকুলে। একদিকে যেমন পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি হলে দ্বারকেশ্বর ও শিলাবতীতে জল স্তর বাড়বে। তেমনই রূপনারায়ণের জল ফুলে ফেঁপে উঠবে। ফলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।

অপর দিকে রূপনারায়ণের জলস্তর অনেকটাই কমেছে। জল আর গ্রামে ঢুকছে না। তবে আবারও ঘূর্ণাবর্ত সামনে আশায় দুশ্চিন্তার মেঘ জমেছে খানাকুলে। একদিকে যেমন পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি হলে দ্বারকেশ্বর ও শিলাবতীতে জল স্তর বাড়বে। তেমনই রূপনারায়ণের জল ফুলে ফেঁপে উঠবে। ফলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।

5 / 6
আরামবাগ সেচ দফতরের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার দীনবন্ধু ঘোষ বলেন, "আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই বন্দিপুরে আমরা জলের প্রবেশ রুখতে কোর ওয়াল তৈরি করেছি। এবার কিন্তু ওখানে জল ঢোকেনি। রঘুনাথপুর হানাগোড়া, আদকপাড়ায় এই কাজ আগেই হয়েছে। ব্লক, পঞ্চায়েত, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা যেখানে যেখানে দুর্বল বাঁধ রয়েছে সেগুলিকে মেরামত শুরু করে দিয়েছি। খানাকুল ১ ব্লকে কাজ হচ্ছে। গোঘাট, আরামবাগ ব্লকে কাজ হয়েছে। আরামবাগ-২ ব্লকেও কাজ হবে।"

আরামবাগ সেচ দফতরের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার দীনবন্ধু ঘোষ বলেন, "আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই বন্দিপুরে আমরা জলের প্রবেশ রুখতে কোর ওয়াল তৈরি করেছি। এবার কিন্তু ওখানে জল ঢোকেনি। রঘুনাথপুর হানাগোড়া, আদকপাড়ায় এই কাজ আগেই হয়েছে। ব্লক, পঞ্চায়েত, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা যেখানে যেখানে দুর্বল বাঁধ রয়েছে সেগুলিকে মেরামত শুরু করে দিয়েছি। খানাকুল ১ ব্লকে কাজ হচ্ছে। গোঘাট, আরামবাগ ব্লকে কাজ হয়েছে। আরামবাগ-২ ব্লকেও কাজ হবে।"

6 / 6
Follow Us: