আরামবাগ সেচ দফতরের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার দীনবন্ধু ঘোষ বলেন, "আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই বন্দিপুরে আমরা জলের প্রবেশ রুখতে কোর ওয়াল তৈরি করেছি। এবার কিন্তু ওখানে জল ঢোকেনি। রঘুনাথপুর হানাগোড়া, আদকপাড়ায় এই কাজ আগেই হয়েছে। ব্লক, পঞ্চায়েত, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা যেখানে যেখানে দুর্বল বাঁধ রয়েছে সেগুলিকে মেরামত শুরু করে দিয়েছি। খানাকুল ১ ব্লকে কাজ হচ্ছে। গোঘাট, আরামবাগ ব্লকে কাজ হয়েছে। আরামবাগ-২ ব্লকেও কাজ হবে।"