দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল লেদার কমপ্লেক্স থানা এলাকায়। এলাকার এক ভ্যান চালক এবং এক ক্ষৌরকার (নাপিত) জমি কিনে বাড়ি তৈরি করছিলেন। কিন্তু সেই বাড়ি তৈরির জন্য এলাকারই এক তৃণমূল নেতা কাটমানি চায় বলে অভিযোগ। সেই টাকা দিতে রাজি না হওয়ায় দু’জনেরই ইটের বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মহসিন গাজি নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়-২ ব্লকের কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই মহসিন গাজি কোনও মন্তব্য করতে চাননি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ভাঙড় ২ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন গাজি দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি করছেন। কারণে অকারণে টাকা আদায়ের চেষ্টা করেন তিনি। সম্প্রতি বেওতা ২ পঞ্চায়েত এলাকায় ইটের দেওয়াল তুলে ঘর বানাচ্ছিলেন রবি বিশ্বাস ও নেপাল বসাক নামে দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবি, নেপালরা এই এলাকাতেই ত্রিপলের তাঁবু খাটিয়ে বসবাস করেন। তাঁদের সংসার সন্ততিও সেখানেই থাকে। ঝড় বৃষ্টি রোদ শীতে খুবই কষ্টে দিন কাটে তাঁদের। সে কারণেই অনেক কষ্টের টাকা খরচ করে ইটের বাড়ি তৈরি করছিলেন।
অভিযোগ, ইট আসার পর থেকেই নানারকমভাবে উত্যক্ত করছিলেন মহসিন গাজির লোকজন। গত চারদিন ধরে বারবার তাঁদের শাসানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। এদিকে রবি বিশ্বাস, নেপাল বসাক প্রতিবারই জানান তাঁদের পক্ষে কোনওভাবেই টাকা দেওয়া সম্ভব নয়। অভিযোগ, এরপরই বুধবার মহসিন গাজি নিজে গিয়ে দু’টি ঘর ভেঙে দেন। তৈরি হয়েছিল পাতকুয়ো। তাও গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন রবি বিশ্বাস ও নেপাল বসাক। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মহসিন গাজি।
আরও পড়ুন: Anis Khan Death: অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসিকে, নতুন ওসি কিঙ্কর মণ্ডল