South 24 Parganas: ঘুটিয়ারিশরিফ স্টেশনে ভয়াবহ আগুন, ঘনবসতিপূর্ণ এলাকা ধরাচ্ছে ভয়
South 24 Parganas: আর পাঁচটা দিনের মতোই সকালে স্টেশনে খুব একটা ভিড় ছিল না। সে সময়ে আচমকাই একটা দোকানে আগুন লেগে যায়। সাময়িকভাবে আশপাশের দোকানি আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন।
দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারিশরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১ নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে। জানা গিয়েছে, বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে ইতিমধ্যেই। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে রেল পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মতোই সকালে স্টেশনে খুব একটা ভিড় ছিল না। সে সময়ে আচমকাই একটা দোকানে আগুন লেগে যায়। সাময়িকভাবে আশপাশের দোকানি আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।