AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarban: হঠাৎ করে সুন্দরবনের আকাশে অদ্ভুত দৃশ্য! ১০ মিনিট হাঁ করে দেখলেন সকলে

Sundarban:মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ সুন্দরবনের উপকূলের আকাশে সূর্য বলয় দেখা দেয়। এই বলয় প্রায় দশ মিনিট স্থায়ী হয়েছিল। যা দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এলাকার কৌতুহলী বাসিন্দারা।

Sundarban: হঠাৎ করে সুন্দরবনের আকাশে অদ্ভুত দৃশ্য! ১০ মিনিট হাঁ করে দেখলেন সকলে
সুন্দরবনের আকাশে কী?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2025 | 1:41 PM
Share

সুন্দরবন: স্কুলে এসেছে কচিকাঁচারা। ক্লাসে ঢুকবে-ঢুকবে করছে। সেই সময় হঠাৎ করে চোখ গেল আকাশে। আর তারপরই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল তারা। কারণ ওরা জানে না এটা কী। পরে স্কুলের স্যর হাজির হতেই দেখলেন সব পড়ুয়ারা আকাশে তাকিয়ে। তারপর তিনি বুঝিয়ে দিলেন বিষয়টা। মঙ্গলবার আকাশে কী দেখছিল কচিকাঁচারা? যা দেখে তাঁরা এতটাই উৎসাহিত?

মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ সুন্দরবনের উপকূলের আকাশে সূর্য বলয় দেখা দেয়। এই বলয় প্রায় দশ মিনিট স্থায়ী হয়েছিল। যা দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এলাকার কৌতুহলী বাসিন্দারা। এমনকী, স্কুলের ছাত্রছাত্রীরাও সূর্য বলয় দেখতে বাইরে বেরিয়ে এসেছিল। প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর এ দিন রোদ ঝলমলে ছিল সুন্দরবন উপকূলের আকাশ। আচমকা আকাশে এই সূর্য বলয় দেখা দেওয়ায় জোর আলোড়ন ছড়িয়েছে এলাকায়।

বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত বলেন, ” স্কুলে আসছি তখন প্রায় পৌনে এগারোটা বাজে। হঠাৎ দেখি ছেলে মেয়েরা কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের কাছে যেতেই বলছে স্যর দেখুন-দেখুন আকাশে। আমি বলছি কী? আমি বললাম এটাকে সূর্যবলয় বলে। আমাদের সৌভাগ্য যে অনেক দিন পর এই বলয় দেখতে পেলাম। প্রায় দশমিনিটের উপরে ছিল।”

সূর্য বলয় কী? কেন দেখা দেয়?

সূর্যের আশপাশে ২২ ডিগ্রি কোণ করে যে বৃত্তবলয় দেখা যায় তাই হল সূর্য বলয়। বায়ুমণ্ডলের স্তরে সূর্য ও চাঁদের আলো প্রতিফলিত হয়ে পড়ে সেইটাই এত সুন্দর আকৃতি নিয়ে বৃত্ত তৈরি করে।