Sukanta Majumder: ‘২০০ কোটি টাকা কোথায় যায়?’, গঙ্গাসাগর ঘুরে প্রশ্ন তুললেন সুকান্ত

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2024 | 5:39 PM

Sukanta Majumder: প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। সোমবার দুপুরে গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার আনুষ্ঠানিক সূচনার পর মেলার একাধিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। পাশাপাশি কেন্দ্র যে এক পয়সাও সাহায্য করে না, সে প্রসঙ্গও উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী।

Sukanta Majumder: ২০০ কোটি টাকা কোথায় যায়?, গঙ্গাসাগর ঘুরে প্রশ্ন তুললেন সুকান্ত
গঙ্গাসাগরে সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরে যাওয়ার পর গঙ্গাসাগর মেলায় আসার পরই পরপর দু’দিন গঙ্গাসাগরে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পর বুধবার গঙ্গাসাগর মেলায় যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকাল দশটা নাগাদ নামখানা থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বেনুবন হয়ে গঙ্গাসাগরে গিয়ে পৌঁছন সুকান্ত। দলীয় বেশ কয়েকটি কর্মসূচি সেরে দুপুরে সমুদ্রের স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ করেন।

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। সোমবার দুপুরে গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার আনুষ্ঠানিক সূচনার পর মেলার একাধিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। পাশাপাশি কেন্দ্র যে এক পয়সাও সাহায্য করে না, সে প্রসঙ্গও উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন. “কুম্ভ মেলার থেকে বড় মেলা গঙ্গাসাগর। কিন্তু কেন্দ্র এক পয়সাও সাহায্য করে না কেন্দ্র।”  আর সে বিষয়ে প্রশ্ন করতেই সুকান্ত মজুমদার বলেন, “গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে। তাঁকে উদ্বোধনে ডাকতে হবে। প্রধানমন্ত্রীর দু-চারটে ছবিও পেতে হবে। গোটা মেলা প্রাঙ্গন দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই। পুলিশ মাইকিং করছে, যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন। কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া কী, রেট চার্ট কত, তা তো কেউ জানেন না। পুণ্যার্থীদের কাছ থেকে যে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন।”

তিনি প্রশ্ন তোলেন. গঙ্গাসাগরে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে? ১৯ কোটি টাকা কোথায় যায়, সেটার কোনও খোঁজ পাওয়া যায় না। ড্রেজিং করাতে ৩০ করানো হয় বলে রাজ্য সরকার দাবি করে। সুকান্তর প্রশ্ন, দু’মাস পরই ড্রেজিংয়ের কী অবস্থা দেখবেন। ড্রেজিং না করে ভেসেল পার করা যাবে না।

রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, গঙ্গাসাগরের মেলাতে খরচ হয় ২০০ কোটি টাকা। সুকান্ত প্রশ্ন তোলেন, “এই ২০০ কোটি টাকা কোথায় যায়, সেটা খোঁজ নিয়েছেন? মুখ্যমন্ত্রীর ছবিতেই কি চলে যায় বেশিরভাগ টাকা? গেট করতে কত খরচ হল?” গঙ্গা