Canning news: জুয়া খেলতে আবাসের টাকা বৌ-এর থেকে না পেয়ে নিজের ঘরই জ্বালিয়ে দিলেন স্বামী
Canning: অভিযুক্ত স্বামীর নাম শওকত গাজি। অভিযোগ, তিনি সবসময় মদ জুয়ার আসরে টাকা ওড়ান। এ নিয়ে স্ত্রী লালমণি গাজি প্রতিবাদ করেন। যার জেরে সংসারে অশান্তি লেগেই থাকে। এমনকী মারধর করার অভিযোগ ওঠে।
ক্যানিং: আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে কম অভিযোগ ওঠেনি। কখনও তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাটমানি চাওয়ার। আবার কখনও বিজেপির বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। তবে এবার ঘরের টাকার কাটমানি মহিলার কাছ থেকে চাইলেন স্বামী। আর সেই টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন লাগালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে।
অভিযুক্ত স্বামীর নাম শওকত গাজি। অভিযোগ, তিনি সবসময় মদ জুয়ার আসরে টাকা ওড়ান। এ নিয়ে স্ত্রী লালমণি গাজি প্রতিবাদ করেন। যার জেরে সংসারে অশান্তি লেগেই থাকে। এমনকী মারধর করার অভিযোগ ওঠে। সম্প্রতি লালমণি অ্যাকাউন্টে আবাস যোজনার ৬০হাজার টাকা ঢুকেছে। সেই টাকাই নেওয়ার চেষ্টা করেছিল স্বামী শওকত। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেন তিনি বলে অভিযোগ।
সোমবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ক্যানিং থানার তালদি পূর্ব শিবনগর এলাকায়। রাতেই স্বামীর বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন লালমণি। খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।