Santoshpur: পোস্টার দিয়েও হচ্ছে না লাভ, ৯ দিন ধরে নিখোঁজ মহেশতলার ওই নাবালক
Santoshpur: এই আবহের মধ্যেই আবার বিস্ফোরক বক্তব্য কারখানার জমির মালিক সঞ্জুর। তাঁর দাবি গত রবিবার তাঁর কাছে স্কুটি চেয়েছিল শাহেনশাহ। সেই স্কুটি দিতে অস্বীকার করেন সঞ্জু।

মহেশতলা: মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের নাবালককে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ। ন’দিন হয়ে গিয়েছে, তবে এখনও খোঁজ মেলেনি ওই কিশোরের। রীতিমতো দুশ্চিন্তায় পরিবার। এই ঘটনায় এবার কারখানার মালিকের ছেলেকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বস্তুত, মহেশতলার ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একটানা জেরাও করছে পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শাহেনশাহ। তবে অভিযুক্তদের প্রত্যেকেরই দাবি, ঘটনার দিনই ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই আবহের মধ্যেই আবার বিস্ফোরক বক্তব্য কারখানার জমির মালিক সঞ্জুর। তাঁর দাবি গত রবিবার তাঁর কাছে স্কুটি চেয়েছিল শাহেনশাহ। সেই স্কুটি দিতে অস্বীকার করেন সঞ্জু। তারপরে নিজেই কারখানা বন্ধ করে চলে যান। আশেপাশের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৮ তারিখের পর থেকে বেশ কয়েক বার মালিকের ছেলের সঙ্গে শাহেনসার গতিবিধি লক্ষ করা গিয়েছে। কিন্তু
এত কিছুর পরও এখনও কিশোরের খোঁজ না পাওয়ায় এবার পোস্টার প্রকাশ করল পুলিশ। বিভিন্ন জায়গায় ওই পোস্টার ফরোয়ার্ড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। নাবালকের ছবি, নাম, ঠিকানা, গায়ের রঙ, বয়স- সবই উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। পুলিশ উল্লেখ করেছে, গত ৩০ মে, সকাল ১১টা থেকে নিখোঁজ ওই নাবালক। নিখোঁজ হওয়ার সময় পরণে ছিল ফুল প্যান্ট ও গেঞ্জি। কেউ তার সন্ধান পেলে কোন নম্বরে যোগাযোগ করবে, সেটা পোস্টারে লিখে দিয়েছে পুলিশ।

