নৌকায় বসে কাঁকড়া ধরার তোড়জোড় চলছিল, আচমকা কাঁধের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ! টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 16, 2021 | 1:16 AM

Sundarban: একেবারে দীনবন্ধুর ঘাড়ের উপর কামড়ে ধরে। বাকি তিনজন লাঠি দিয়ে মারার চেষ্টা করলেও লাভ হয়নি।

নৌকায় বসে কাঁকড়া ধরার তোড়জোড় চলছিল, আচমকা কাঁধের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ! টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে
নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের কবলে মৎস্যজীবী। কাঁকড়া ধরতে যাওয়ার সময় এক মৎস্যজীবীকে নৌকা থেকে তুলে নিয়ে যায় একটি বাঘ। টেনে নিয়ে যায় জঙ্গলে। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম দীনবন্ধু মণ্ডল (৫২)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ৫ নম্বর জঙ্গল লাগোয়া খাঁড়িতে।

প্রত্যন্ত গোসাবা ব্লক এলাকার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরণতলা গ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল। সোমবার এলাকারই সাধন মণ্ডল, ভজন মণ্ডল ও বিপিন মণ্ডল নামে তিন মৎস্যজীবীর সঙ্গে বেরিয়েছিলেন দীনবন্ধু। সকলেই কাঁকড়া ধরতে যান। ঝিলা ৫ নম্বর জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরার তোড়জোড় করছিলেন চারজন। সে সময়ই ঘটে যায় বিপদ।

পাশের হেতালের জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে নৌকায়। একেবারে দীনবন্ধুর ঘাড়ের উপর কামড়ে ধরে। বাকি তিনজন লাঠি দিয়ে মারার চেষ্টা করলেও লাভ হয়নি। মুহূর্তে ওই ব্যক্তিকে টেনে নিয়ে পালায় জঙ্গলে। টানা হ্যাঁচড়ায় বাকি তিনজন সামান্য জখম হন। তবে চোখের সামনে সঙ্গীকে বাঘের মুখে পড়তে দেখে বিধ্বস্ত তাঁরা।

এরপরই ওই তিনজন অসহায় ধীবর নৌকা চালিয়ে গ্রামে ফিরে গোটা ঘটনা জানান। স্বামীকে ধরে নিয়ে গিয়েছে বাঘ, শুনেই কান্নায় ভেঙে পড়েন দীনবন্ধুর স্ত্রী অরুণা। ছুটে আসেন এলাকার লোকজন। লকডাউনের সময় থেকে এখনও অবধি ২০ জনকে এ ভাবে টেনে নিয়ে গিয়েছে বাঘ। দিন দুই আগেও ঝিলা জঙ্গলের কাঁকসা খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ যায় ধরণী মণ্ডল নামে এক ধীবরের। আরও পড়ুন: অগস্টের অন্তেই কি তৃতীয় ঢেউ! আইএমএ’র পর এবার সতর্কবার্তা দিলেন আইসিএমআর-বিশেষজ্ঞ

Next Article