AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian oil: বজবজে ব্যাপক উত্তেজনা, গ্যাস বের করে বিক্ষোভ ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের, গ্রেফতার ৪০

indian oil: শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আন লোডিংয়ে প্রায় তিন বছরের টাকা বকেয়া রয়েছে। অভিযোগ, কনট্রাক্টরের লোকজন টাকা আটকে রেখেছেন। এই নিয়ে মঙ্গলবার বৈঠক হয়।

Indian oil: বজবজে ব্যাপক উত্তেজনা, গ্যাস বের করে বিক্ষোভ ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের, গ্রেফতার ৪০
বজবজে ব্যাপক উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2025 | 11:26 PM
Share

বজবজ: ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বজবজ। ড্রাইভার ও খালাসিদের টাকা আটকে রাখার অভিযোগ কনট্রাক্টরদের বিরুদ্ধে। যার জেরে তুমুল বিক্ষোভ শ্রমিকদের। একাধিক বাইক ভাঙচুর। শুধু তাই নয়, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস খুলে বাইরে বের করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন তাঁদের।

শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আন লোডিংয়ে প্রায় তিন বছরের টাকা বকেয়া রয়েছে। অভিযোগ, কনট্রাক্টরের লোকজন টাকা আটকে রেখেছেন। এই নিয়ে মঙ্গলবার বৈঠক হয়। অভিযোগ সেই সময় ড্রাইভার ও খালাসিদের মারধর করা হয়। এরপরই খালাসি ও ড্রাইভাররা মিলিতভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে রাস্তায় বিক্ষোভ চলায় তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শ্রমিকদের দাবি, এতদিন তাঁরা টাকা পাচ্ছে না। শুধু মিটিং এরপর মিটিং হচ্ছে। কোনও কাজ হচ্ছে না, উল্টে বৈঠকে ডেকে এনে মারধর করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও (রাত ১১টা ২০) পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ।

আন্দোলনরত এক শ্রমিক বলেন, “আমরা তো পেটের জন্য কাজ করি? অথচ আমাদের কেউ দেখছে না? সব নেতাদের বলেছি। আজ পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এক সপ্তাহে তিনবার মিটিং হয়েছে। কিছুই দিচ্ছে না। তিন বছর ধরে টাকা দেয় না। আমরা প্রায় ১ লক্ষের মতো টাকা পাব। এখন বলছে তিন শতাংশ টাকা দেবে। এটা হয় নাকি?”