টিকাকরণেও ‘গেরুয়া জুজু’ দেখছে রাজ্য! শুভেন্দু চান, কেন্দ্র ব্যবস্থা করুক কর্মীদের জন্য

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 05, 2021 | 5:11 PM

তাঁর দাবি, শুধু মাত্র বিজেপি করার কারণেই রাজ্যের কয়েক লক্ষ বিজেপি কর্মীকে টিকাকরণ থেকে বঞ্চিত রেখেছে রাজ্য সরকার।

টিকাকরণেও গেরুয়া জুজু দেখছে রাজ্য! শুভেন্দু চান, কেন্দ্র ব্যবস্থা করুক কর্মীদের জন্য
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: টিকাকরণের ক্ষেত্রেও কি তবে রাজনীতির রং দেখে বাদবিচার করছে রাজ্য সরকার? এই প্রশ্নটাই বৃহস্পতিবার ফের একবার তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শুধু মাত্র বিজেপি করার কারণেই রাজ্যের কয়েক লক্ষ বিজেপি কর্মীকে টিকাকরণ থেকে বঞ্চিত রেখেছে রাজ্য সরকার। যে কারণে বিজেপি কর্মীদের জন্য আলাদা টিকার দাবি জানিয়েছেন শুভেন্দু। রাজ্যের নিয়ন্ত্রণ থেকে বের করে কেন্দ্রীয় সরকার অধীনস্থ হাসপাতালগুলিতে যাতে বিজেপি কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হয়, দিল্লির কাছে সেই আবেদনও জানান তিনি।

শুভেন্দুর অভিযোগ, বিজেপি করার অপরাধে ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ। তাঁরা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, সেই আবেদন সরকারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর দাবি, রাজ্য সরকার এবং পুরসভা-পঞ্চায়েতের লোকেরা বাড়ি থেকে কুপন দিচ্ছে। সেই কুপনের কয়েকশো কপি আমি সংগ্রহ করেছি। সেই কুপনের কপিগুলো নিয়ে আমি মনসুখভাই মাণ্ডব্যর (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী) কাছে যাচ্ছি। যদি অবিলম্বে এই অসভ্যতামি বন্ধ না হয়, তার প্রতিক্রিয়া হবে। যদিও কী প্রতিক্রিয়া হবে তা খোলসা করে বলেননি বিরোধী দলনেতা। ওই কুপনগুলির মাধ্যমেই জেলায় জেলায় টিকাকরণ প্রক্রিয়া চলছে বলে দাবি তাঁর।

দলীয় কর্মীদেরকে বঞ্চনার অভিযোগ তুলে এ বার টিকাকরণের জন্য পৃথক বন্দোবস্ত করতে পারে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু চাইছেন রেল হাসপাতালগুলিতে বিজেপি কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হোক। কেন্দ্রীয় সরকারকে তিনি আবেদন জানিয়েছেন, যাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন জায়গায় যেমন বিমানবন্দর, রেল হাসপাতাল, ইএসআই হাসপাতালে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। এ বাদেও আর্মি হাসপাতাল থেকেও ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। আরও পড়ুন: ‘দিয়ে দেব! কথাটির কোনও যুক্তি নেই, কেন এখনও টাকা দেননি?’ অসন্তুষ্ট হয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির

 

Next Article