Bangladesh: ‘এইমাত্র গম কেটে নিয়ে গেল বাংলাদেশিরা’ ভারতীয় মেয়েদের নিয়ে গালাগালি
শুকদেবপুরের বাসিন্দাদের ফসল চুরি করে নিয়ে ওপারে টপকে যাচ্ছে বাংলাদেশিরা। ৫-১০ টাকা নিয়ে সীমান্ত পার করাচ্ছে বিজিবি। কি বলছে গ্রামবাসীরা?
ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার ছোট্ট গ্রাম মালদার শুকদেবপুর। কাঁটাতারের বেড়াহীন এলাকায় অনুপ্রবেশ, হামলা, লুটপাটের ঘটনা তো চিরচেনা। তবে কাঁটাতার দেওয়া অঞ্চলেও সমস্যা কিছু কম নেই। শুকদেবপুরবাসীদের দাবি, ইদানিং বাংলাদেশি চোরদের উপদ্রব বেড়েছে বিস্তর। না, জমি জায়গা সোনা-দানা নয়, চুরি যাচ্ছে ফসল, ধান-গম-ফল-আনাজ। আর এই চুরিতে মদত দিচ্ছে BGB। সীমান্তের এপারওপার চুরি কীভাবে করছে বাংলাদেশি? দেখুন ভিডিয়ো
Latest Videos