Food poisoning: কারোর বমি ভাব, কারোর বুকে ব্যথা! অনুষ্ঠান বাড়িতে চা খেয়ে অসুস্থ ৪০

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 24, 2021 | 6:21 PM

North Dinajpur: একই চা খেয়ে মুখ থেকে রক্ত উঠে মারা যায় দুটি গবাদি পশুও।

Food poisoning: কারোর বমি ভাব, কারোর বুকে ব্যথা! অনুষ্ঠান বাড়িতে চা খেয়ে অসুস্থ ৪০
চা খেয়ে অসুস্থ চল্লিশ জন গ্রামবাসী। (নিজস্ব ছবি)

Follow Us

কালিয়াগঞ্জ: অনুষ্ঠান বাড়িতে চা খেয়ে অসুস্থ প্রায় চল্লিশ জন। শুধু তাই নয় পরে ফেলে দেওয়া চা খাওয়ার পর মৃত গবাদি পশুও। অসুস্থদের ইতিমধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটানাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৭ নং ভান্ডার গ্রাম পঞ্চায়েত অধিনে তিলগাঁও এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা তাহেব আলীর বাড়িতে শুক্রবার সকাকে সন্তানের নামকরণের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসা আত্মীয়রা চা খেয়ে অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর সেই চা ফেলে দিলে তা একটি ছাগল ও একটি গোরু খেয়ে নেয়। কিছুক্ষণবাদে ওই দুই পশু দু’টিও ছটপট করে মারা যায় বলে দাবি।

ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পরেন অনেকেই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হয় তাদের। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। এই বিষয়ে নিতাইবাবু বলেন, “একটি অনুষ্ঠান চলছিল। দিনের বেলাতেই সেই অনুষ্ঠান হয়। এবার অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক লোকজন ওই বাড়িতে আসতে শুরু করেন। এবার তারা যখন চা খাওয়া শুরু করেন তখন কোনও কারণে হয়ত চায়ের মধ্যে কেমিক্যাল থেকে বিষক্রিয়া শুরু হয়ে যায়। সেই কারণে অজান্তেই প্রায় চল্লিশের কাছাকাছি মানুষ অসুস্থ হয়ে পড়েন। কারোর পেট ব্যাথা, কারোর বমি-বমি ভাব রয়েছে। তবে প্রত্যেকেই চিকিৎসাধীন।” গোটা ঘটনায় চিকিৎসক জানান, ” অনুষ্ঠান বাড়িতে যখন চা দেওয়া হয় তখন অনেকেই লক্ষ্য করেন যে চা এর রঙ কিছুটা আলাদা। সেই কারণে চা ফেলে দেওয়া হয়। এবার ফেলে দেওয়া চা খেয়ে অসুস্থ হয়ে যায় ছাগল ও গরু। মুখে রক্ত উঠে তারা মারা যায়। এদিকে, সেই সময়ের মধ্যে যারা চা খেয়েছিলেন তাঁরাও অসুস্থ হতে শুরু করেন। দেরি না করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কারও বমি ভাব কারোর পেট ব্যথা হচ্ছিল। আর একজনের বুকে ব্যাথাও হচ্ছিল বলে জানা গিয়েছে। যাঁর বুকে ব্যথা হচ্ছিল তাঁকে ইসিজিও করা হয়। কিন্তু রিপোর্টে কিছু পাওয়া যায়নি। প্রত্যেকেই এখন চিকিৎসাধীন।”

যদিও বর্তমানে চিকিৎসাধীন রোগিরা সুঃস্থ আছেন, মুলত গবাদী পশুদের মৃত্যু হতেই আতঙ্কেই হাসপাতালে আসায় রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

আরও পড়ুন: Firhad Hakim: ‘সেই ছেলেটাকে প্রার্থী করতে হবে’, বিরোধীদের কাউন্সিলরের সংজ্ঞা বোঝালেন ফিরহাদ

আরও পড়ুন: Fraud Case: ৩ লক্ষ টাকা দিলেই ‘স্বাস্থ্যভবনে চাকরি’! পুলিশে খবর পৌঁছতেই হাতেনাতে পাকড়াও তিন

Next Article