Fraud Case: ৩ লক্ষ টাকা দিলেই ‘স্বাস্থ্যভবনে চাকরি’! পুলিশে খবর পৌঁছতেই হাতেনাতে পাকড়াও তিন

Baguiati: ওই তিনজনের কাছ থেকে স্বাস্থ্যভবনের জাল প্যাড, সই করার কাগজ, নকল স্ট্যাম্প উদ্ধার হয়।

Fraud Case: ৩ লক্ষ টাকা দিলেই 'স্বাস্থ্যভবনে চাকরি'! পুলিশে খবর পৌঁছতেই হাতেনাতে পাকড়াও তিন
প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 6:17 PM

কলকাতা: চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ শহরজুড়ে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই চক্রের রমরমা। এবার স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল বাগুইআটি থেকে। তাঁদের গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনজন যুবক আসেন। বেশ কয়েকজনকে নিজেদের জালে জড়িয়ে তাঁরা টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই তিনজন স্বাস্থ্যভবনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেন বলে জানান অভিযোগকারীরা।

প্রথমে হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বলেন অভিযুক্তরা। এরপরই তাঁরা জানান, চাকরি এক প্রকার পাকা। সাড়ে ৩ লক্ষ টাকা নগদ দিলেই হাতে হাতে নিয়োগও পেয়ে যাবেন। এরপরই অভিযোগকারীদের সন্দেহ হয়। তিন যুবককে ধরে আটকে রাখেন তাঁরা।

পাশাপাশি বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পরে বাগুইআটি থানার পুলিশ এসে ওই তিনজনকে প্রথমে আটক করে। এরপরই তাঁদের জিজ্ঞাসাবাদ করে নানা সন্দেহজনক কথা উঠে আসে। পাশাপাশি ওই তিনজনের কাছ থেকে স্বাস্থ্যভবনের জাল প্যাড, সই করার কাগজ, নকল স্ট্যাম্প উদ্ধার হয়।

বাগুইআটি থানার পুলিশ জয় মুখোপাধ্যায়, শম্ভু মণ্ডল ও রাজীব ঘোষ নামে তিনজন যুবককে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার বারাসত আদালতে তোলা হয়। এই ঘটনার পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগেই জলপাইগুড়ি থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ, সৌম্যদীপ নাহা নামে ওই যুবক সমাজের প্রভাবশালী ব্যক্তি, সেলেব্রিটিদের সঙ্গে ওঠাবসার ছবি তুলে, তা সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিজের প্রভাব বিস্তার করতেন। এরপর প্রলোভনের ফাঁদ পেতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করতেন। চাকরি না পেয়ে প্রতারিত ব্যক্তি টাকা ফেরত চাইলে গেলে, নানাভাবে ভয়ও দেখাতেন। মেটেলি থানা এলাকার এক বাসিন্দার থেকে সৌম্যদীপ নাহা আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় তিনি টাকা ফেরত চাইতে গেলে, তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।

এর আগে সল্টলেকে এডি ১৩০ ঠিকানায় ঘর ভাড়া নিয়ে চাকরির নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। তিন মহিলা-সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। দু’মাস ধরে একটি ওয়েবসাইট খুলে পঞ্চায়েত সেবক পদে চাকরির নামে প্রতারণা চলছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Health Department: স্বাস্থ্য শিক্ষার বিশেষ সচিব রাতারাতি হয়ে গেলেন স্রেফ অধ্যাপক! ফের বদলি-বিতর্কে স্বাস্থ্য ভবন

আরও পড়ুন: West Bengal municipal election 2021: হাওড়া পুরনিগমের সংশোধনী বিলে সই রাজ্যপালের, কাটল ভোটের জট

আরও পড়ুন:  Jagdeep Dhankhar: রাজ্যের শিক্ষাব্যবস্থা ভয়ানক, ডেকেও সাড়া মিলল না আচার্য-উপাচার্যদের, ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল