Chit Fund Case: সিবিআইয়ের দীর্ঘসূত্রিতায় ঝুলে চিটফান্ড মামলা, খুশি নয় কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: তালুকদার কমিটির মেয়াদ আরও ছ'মাস বৃদ্ধি করা হল।

Chit Fund Case: সিবিআইয়ের দীর্ঘসূত্রিতায় ঝুলে চিটফান্ড মামলা, খুশি নয় কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 5:53 PM

কলকাতা: মানুষ আদালতে আসেন বিচারের প্রত্যাশায়। সেই বিচার দিতে দেরী হতে আদালতেরও ভাল লাগে না। খোলা এজলাসে নিজেদের অসহায়তার কথা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আর এ ক্ষেত্রে আদালত কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।

শুক্রবার চিটফান্ড মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ তালুকদার কমিটির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করেছে। এ ব্যাপারে লগ্নিকারী সংস্থা এমপিএস আপত্তি তুলেছিল। কিন্তু আদালতের বক্তব্য, আরও অন্যান্য সংস্থার আমানতকারীরা ওই কমিটির মাধ্যমে টাকা পাওয়ার আশা করছেন। তাই মেয়াদ বাড়ানো হচ্ছে।

আমানতকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী শুভাশিস চক্রবর্তী দ্রুত বিচার শেষ করার আবেদন জানান এদিন। প্রয়োজনে তদন্তকারী সংস্থাকে সময় বেঁধে দেওয়ারও নির্দেশ দেওয়ার আবেদন করেন দুই আইনজীবী।

এদিন পৈলানের তরফে ১০ হাজার টাকা করে ফেরানোর ব্যাপারে আদালতের অনুমতি চাওয়া হয়। অপর এক আইনজীবী অরিন্দম দাস বলেন, পৈলানের এই আবেদন দ্রুত বিবেচনা করুক আদালত। সে ক্ষেত্রে অ্যালকেমিস্ট ও ভিবজিওরের পরে তৃতীয় সংস্থার আমানতকারীরা কিছু টাকা পাওয়ার সুযোগ পাবেন।

এদিন আদালত সিবিআইকে কাঠগড়ায় তোলে বিচারকে ঝুলিয়ে রাখার দায়ে। বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, দিনের পর দিন ট্রায়াল ঝুলে থাকছে। একদিকে অভিযুক্তদের জামিন দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র অভিযোগের ভয়াবহ গুরুত্বের কথা ভেবে। আবার অন্যদিকে আমানতকারীরা টাকাও পাচ্ছেন না, বিচার শেষ না হওয়ায়। ফলে আদালত কাউকেই বিচার দিতে পারছে না। যার মূলে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা দায়ী।

এদিন মৌখিকভাবে আদালত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে এমপিএস-সহ অন্যান্য চিটফান্ডের যাবতীয় মামলার স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।

গত সেপ্টেম্বরে চিটফান্ড সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে হাজিরা দেন ডিজি মনোজ মালব্য। চিটফান্ডের মামলায় একাধিকবার ডেকেও পুলিশের তরফে কোনও কৌঁসুলি না আসায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে ব্যক্তিগত ভাবে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত।

তবে এবার চিটফান্ডকাণ্ডে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল আদালতের অন্দরেই। কেন এত দেরী করা হচ্ছে তদন্তের ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চিটফান্ড মামলার যে তদন্ত করছে, তাতেও গতি আনার প্রয়োজন রয়েছে বলে মনে করে আদালত।  অন্যদিকে আমানতকারীদের কথা ভেবে তালুকদার কমিটিরও মেয়াদ বাড়ানো হল আরও ছ’ মাস।

আরও পড়ুন: Health Department: স্বাস্থ্য শিক্ষার বিশেষ সচিব রাতারাতি হয়ে গেলেন স্রেফ অধ্যাপক! ফের বদলি-বিতর্কে স্বাস্থ্য ভবন

আরও পড়ুন: West Bengal municipal election 2021: হাওড়া পুরনিগমের সংশোধনী বিলে সই রাজ্যপালের, কাটল ভোটের জট

আরও পড়ুন:  Jagdeep Dhankhar: রাজ্যের শিক্ষাব্যবস্থা ভয়ানক, ডেকেও সাড়া মিলল না আচার্য-উপাচার্যদের, ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল