AAP in west Bengal: লক্ষ্য পঞ্চায়েত! জেলাতেও এবার কমিটি গঠন আপের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 25, 2021 | 9:08 PM

AAP in west Bengal: সাংগঠনিক বৈঠক শেষে ১০ জনের জেলা কমিটি ঘোষণা করা হয়৷ বৈঠক ও সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আম আদমি পার্টির রাজ্য ইনচার্জ সঞ্জয় বসু, জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক।

AAP in west Bengal: লক্ষ্য পঞ্চায়েত! জেলাতেও এবার কমিটি গঠন আপের
সাংবাদিক বৈঠক করল আপ নেতৃত্ব

Follow Us

বালুরঘাট: দিল্লির পর এবার বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সক্রিয় হচ্ছে আম আদমি পার্টি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তৈরি হল নতুন কমিটি। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বেসরকারি কলেজে সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন আম আদমি পার্টি রাজ্য ও জেলা নেতৃত্ব।

এ দিনের সাংগঠনিক বৈঠক শেষে ১০ জনের জেলা কমিটি ঘোষণা করা হয়৷ বৈঠক ও সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আম আদমি পার্টির রাজ্য ইনচার্জ সঞ্জয় বসু, জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক। আগামী ২৩-র পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই মূলত দক্ষিণ দিনাজপুর জেলায় মাঠে নামছে আম আদমি পার্টি। এমনকি পুরভোটের আগেই বালুরঘাট শহরের প্রত্যেকটি বুথে নিজেদের সংগঠন তৈরি করতে পারলে পুরসভা নির্বাচনে তাঁরা লড়বেন বলে সঞ্জয় বসু জানিয়েছেন।

সঞ্জয় বসু জানান, দল যেখানে গঠন হবে, সেখানেই আমরা নির্বাচনে লড়ব। স্বাস্থ্য, শিক্ষা, জল, বিদ্যুৎ ও নারী সুরক্ষা, এই পাঁচ ইস্যু নিয়ে নির্বাচনে লড়তে চান তাঁরা। দিল্লিতে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি বাংলা ছাড়াও একাধিক রাজ্যে তাদের সংগঠন তৈরি করেছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল স্পষ্ট জানিয়েছেন, গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও প্রতিযোগিতাতেই নেই। মমতা- কেজরীবাল সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে, এমন জল্পনা মমতার সাম্প্রতিক দিল্লি সফর থেকেই দানা বেঁধেছিল। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেও কেজরীবালের সঙ্গে দেখা করেননি মমতা।  কেজরীবালের এই মন্তব্যে ফের নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে কেজরীবাল বলেছেন, “আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের কাছে গোয়ার এক শতাংশও ভোট নেই। সবে তিনমাস আগে গোয়াতে পা রেখেছে তৃণমূল। গণতন্ত্র এই ভাবে চলে না। গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে হয় পরিশ্রম করতে হয়। এমনি এমনি কোনও কিছু হয় না। আপনাদের চোখে তৃণমূল অনেক ওপরে থাকতে পারে কিন্তু আমি মনে করি, গোয়াতে তৃণমূল প্রতিযোগিতাতেও নেই।”

আরও পড়ুন: Covid in Delhi: ওমিক্রনের দাপট! এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় বাড়ল ৩৮ শতাংশ

গোয়ার রাজনীতি মমতার তৃণমূল ও কেজরীবালের আম আদমি পার্টি নতুন করে অংশগ্রহণ করেছে। গোয়াতে গিয়ে মমতা অভিযোগের সুরে জানিয়েছিলেন, সেখানে তৃণমূলের পোস্টার ছেঁড়া হলেও অন্য একটি নতুন দলের পোস্টার ছেঁড়া হয় না। তৃণমূলের গোয়া শাখাও বিভিন্ন ইস্যুতে কেজরীবালকে কটাক্ষ করেছে। সব মিলিয়ে গোয়াকে কেন্দ্র করে মমতা-অরবিন্দ সম্পর্কে দূরত্ব বাড়ার সম্ভাবনা আরও তীব্র হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: Good Governance Index: সুশাসনের সূচকে শীর্ষে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া; ভাল কাজ যোগীরাজ্যেও

Next Article