ইসলামপুর: ফের দুষ্কৃতী হামলার ঘটনা ইসলামপুরে। বিধায়ককের ছেলের পর দুষ্কৃতীদের প্রহারে মৃত এক মহিলা। ঘটনায় রীতিমত চাঞ্চল্য গোটা এলাকায়।
এর আগে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর ছেলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। শুধু এই ঘটনাই নয়, এবার ওই একই এলাকায় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক মহিলা হোটেল ব্যবসায়ীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বলঞ্চা এলাকায়। মৃত ওই মহিলার নাম কবিতা দেবনাথ। বাড়ি ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকায়।
মৃত মহিলার স্বামী কৌশল দেবনাথের কথা অনুযায়ী, প্রতিদিনের মত রবিবার রাতেও হোটেল বন্ধ করে ইসলামপুর থেকে বাইকে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন ইসলামপুর থানার বলঞ্চার পিপল বস্তি এলাকায় কয়েক জন দুষ্কৃতী বাঁশ লাঠি নিয়ে তাঁদের আক্রমণ করে বলে অভিযোগ। বাঁশের আঘাতে ব্যবসায়ীর স্ত্রী গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ি মেডিক্যালে স্থানান্তিত করে দেওয়া হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এদিকে, একই এলাকায় দু’টি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পরে। মুলত ছিনতাইয়ের জন্যেই এই ঘটনা বলে মৃতার স্বামী জানান। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
এর আগে, রবিবার রাতে হামলার শিকার হয় খোদ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলে। রাতে বিয়ের অনুষ্ঠানে যাবার সময় তার গাড়িতে পাথর ছোঁড়ে দুস্কৃতীরা। আহত হন বিধায়কের ছেলে ইমদাদ চৌধুরী। ছিনতাইয়ের উদ্দ্যেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে দাবী। দুষ্কৃতী হামলা নিয়ে সরব হন স্থানীয় তৃণমূল নেতারাও। ইসলামপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।
বিয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইসলামপুর থানার ভুজাগাঁও এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে তারা দুজন ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন ইসলামপুর থানা বলঞ্চা এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুরে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে তার গাড়ি কাঁচ ভেঙ্গে আহত হন তিনি। তার মাথায় কাঁচের টুকরো লেগে আহত হন তিনি। আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে আসলে ঠিক একেই যায়গায় আরেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে জানতে পারেন তিনি।
আরও পড়ুন: Kultali Tiger attack: একটানা ৫দিন কাটলেও বাগে আসেনি বাঘ! ঘুমপাড়ানি গুলি নিয়ে টহল বনকর্মীদের