Bomb Blast: গিয়েছিল পায়রা ধরতে, তখনই ফাটল বোমা, গুরুতর জখম ১০ বছরের ছেলেটা
Bomb Blast: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায় ফিরদোশ নামে এক ব্যক্তির দোকান ঘরে প্যান্ডেল তৈরির বাঁশ মজুত করে রাখা ছিল। সেই দোকান ঘরের সেল্ফে একটি প্লাস্টিকের বস্তায় বোমা মজুতও রাখা ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
উত্তর দিনাজপুর: পুজোর বোধনের দিন বড় ঘটনা। একটি নির্মীয়মাণ দোকান ঘরে বোমা ফেটে জখম নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার আরও একটি তাজা বোমা। পরে সেটি নিষ্কৃয় করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার গোদাহাট এলাকায় ফিরদোশ নামে এক ব্যক্তির দোকান ঘরে প্যান্ডেল তৈরির বাঁশ মজুত করে রাখা ছিল। সেই দোকান ঘরের সেল্ফে একটি প্লাস্টিকের বস্তায় বোমা মজুতও রাখা ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
মঙ্গলবার দুপুরের পর দশ বছরের এক নাবালক পায়রা ধরতে যায়। সেই সময় হঠাৎ করেই ফেটে যায় বোমা। গুরুতর জখম হয় সে। বর্তমানে বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বুধবার সকালে তল্লাশি চালিয়ে একটি তাজা বোমা উদ্ধার করে এবং বোমাটি নিষ্কৃয় করা হয়। তবে কে বা কারা সেখানে কী কারণে বোমা মজুত করে রেখেছিল তা এখনও জানা যায়নি। যদিও গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে পুলিশ।
এলাকাবাসী মহম্মদ হোসেন বলেন, “দোকানের ভিতরে বস্তায় বোমা ছিল। একটা বাচ্চা ছেলে জানত না। ও পায়রা ধরতে গিয়েছিল। সেই সময় হঠাৎ করে ফেটে যায়। বাচ্চাটা ছিটকে পড়ে। ওর পায়ে আঘাত লেগেছে। আমরা চাই প্রশাসন তদন্ত করুক।”