উত্তর দিনাজপুর: টিকার (COVID Vaccination) লাইনে টাকার বিনিময়ে কুপন বিলির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কিন্তু, অভিযোগ করলে টিকাপ্রাপকদের মারধর ও মহিলাদের হেনস্তা করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার, ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
টিকাপ্রাপকদের অভিযোগ, বিগত কিছুদিন ধরে টিকার (COVID Vaccination) লাইনেই কেবল দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মিলছে না টিকা। মঙ্গলবার সকালে, টিকার লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ৩০০ টাকার বিনিময়ে কুপন বিলি করার অভিযোগ ওঠে কর্তব্য়রত এক পুলিশ অধিকর্তার বিরুদ্ধে। অভিযোগ, টাকা দিলেই ওই পুলিশ অধিকর্তার কাছে টিকার কুপন মিলছে। অন্য টিকাপ্রাপকেরা ঘটনাটি হাতেনাতে ধরে ফেলতেই মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভ চরমে ওঠে। কিন্তু, অভিযোগ অস্বীকার করে ওই পুলিশ আধিকারিক টিকাপ্রাপকদের মারধর করেন বলে অভিযোগ। এমনকী, মহিলাদের গায়েও হাত দেওয়া হয়।
টিকা নিতে আসা এক মহিলার কথায়, “আমরা ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। আচমকা দেখি, একটি ছেলে বেলাইনে এসে কুপন পেয়ে আগে টিকা নিতে চলেছে। আমরা সবাই মিলে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে জানতে পারি তিনি এক পুলিশ কর্মীর ছেলে। কর্তব্যরত এসআই ওই ছেলেটির হাতে একটি কুপন দিয়েছেন। আমরা গিয়ে সেই পুলিশ অধিকর্তাকে প্রশ্ন করতেই তিনি ছেলেটির হাত থেকে কুপন ছিনিয়ে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন। তখন পেছন থেকে এক যুবক এসে জিজ্ঞেস ওই অফিসারকে জিজ্ঞেস করেন কেন তিনি কুপন খেলেন। তখন সেই যুবককে ধরে নিয়ে যান সিভিক ভলেন্টিয়ার আর ওই পুলিশ অধিকর্তা। বন্ধ ঘরে তাঁকে টেনে নিয়ে গিয়ে মারধর করেন। আমরা আটকাতে গেলে আমাদেরও মারধর হেনস্তা করা হয়। ওখানে কোনও মহিলা পুলিশ ছিলেন না।” এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পাল্টা, ওই পুলিশ অফিসারের অভিযোগ, তিনি কোনও টিকাপ্রাপককেই কোনওরকম আঘাত করেননি। ওই অধিকর্তার কথায়, “আমি কি কোনও পুলিশ কর্মীর ছেলেকে টিকার কুপন দিতে পারব না? আমি পুলিশ হিসেবে অবশ্যই চাইব যাঁরা রাস্তায় থেকে কাজ করছেন তাঁদের সুরক্ষা আগে নিশ্চিত করা হোক। আমি কেবল কুপনটাই দিয়েছি। কোনও টাকা পয়সা নেওয়া হয়নি। যাঁরা মারধর হামলার অভিযোগ তুলছেন তাঁরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন।” যদিও টিকাপ্রাপকদের দাবি, যে ছেলেটিকে মারধর করেছেন ওই অফিসার, সেই যুবক গুরুতর অসুস্থ। এমনকী, তাঁর মৃত্যুও হতে পারত বলে অভিযোগ টিকাগ্রাহকদের। অবিলম্বে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার দাবিও জানিয়েছেন তাঁরা। মেডিতক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পূর্ণ তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, টিকাকরণে জারি নতুন নিয়ম। এ বার থেকে সব টিকাকেন্দ্রে মিলবে প্রথম ও দ্বিতীয় ডোজ়। টিকা মিলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজ়ই মিলবে। এবার থেকে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নীতিতে চলবে টিকাকরণ। অন্যদিকে, আসন্ন তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে সরকার। রাজ্যের জেলা স্তর পর্যন্ত হাসপাতালগুলিতে বেড ও সিসিইউ-এর পরিষেবা বাড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৫৫০ টি সিসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। ২৮৪টি পিআইসিইউ বেড, ২৭০টি এনআইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। সিসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ- সব মিলিয়ে ২৩৪৮টি বেডের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা হয়েছে। থাকছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞরাও। মেডিক্যাল কলেজগুলিতে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও জেনারেল ফিজিশিয়ানের একটি করে কমিটি গঠন করা হয়েছে। আরও পড়ুন: অপসারিত শুভেন্দু! অধিকারী পুত্রের বিরুদ্ধে পদক্ষেপ কাঁথি সমবায় দফতরের