রায়গঞ্জ: বাঁশ ঝাড়ের পাশে পড়ে রয়েছে চাপ-চাপ রক্ত। পড়ে রয়েছে জুতো, টুপি, চাদর। তা দেখেই সন্দেহ করেছিলেন এলাকাবাসী। একটু এগোতেই চমকে উঠলেন সকলে। যা ভেবেছিলেন ঠিক তাই হল। রাস্তার পাশের বাঁশঝাড়ের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল।
বুধবার সকালে জমিতে কাজ করতে যাওয়া স্থানীয়দের নজরে আসে মৃতদেহ। গলায় মাফলার প্যাঁচানো থাকায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। অথবা কোনও ভারি বস্তু দিয়ে মুখ থেঁতলে দেওয়া হতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
এ দিকে, ঘটনাস্থলের পাশেই রাস্তার ধারে একটি ভাঙা চশমা, একটি টুপি, একপাটি স্যান্ডেল ও একটি চাদর উদ্ধার হয়েছে। তবে সেগুলি মৃতব্যাক্তির নাকি দুষ্কৃতীদের তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল রায়গঞ্জ ও হেমতাবাদ থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ার দরুন প্রথমে হেমতাবাদ থানাতেই খবর যায়। প্রথমে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে সেটি রায়গঞ্জ থানা এলাকা বলে জানা যেতেই রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশের অনুমান মৃত ব্যক্তি বয়স্ক হলেও তাঁর নাম পরিচয় বা ঠিকানা এখনও জানা যায়নি। মৃতদেহ মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ থাকায় তাঁকে খুন করে ঝোপঝাড়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া জিনিসগুলি, মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ ও তার পাশাপাশি অন্যান্য বিষয়কে হাতিয়ার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওই এলাকাটি হেমতাবাদ, রায়গঞ্জ এবং প্রায় কালিয়াগঞ্জ এই তিন থানার সীমান্ত লাগোয়া হওয়ার দরুণ রাতে ওই এলাকায় পুলিশি টহলদারী কম থাকায় চলাফেরায় ওই এলাকা নিরাপদ নয় বলে আমজনতার দাবি। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সন্ধ্যা পেরিয়ে যেতে ওই রাস্তায় দুষ্কর্ম ঘটার আশঙ্কায় রয়েছে।