ইসলামপুর: বাসে বসেছিলেন মহিলা। ইসলামপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন তিনি। তাঁকে দেখে যদিও বোঝা দায় কী করছেন। তবে পুলিশ বাসে উঠে তল্লাশি তাজ্জব বনে গেলেন সহযাত্রীরা। প্রায় ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ দল সরকারি বাসে তল্লাশি চালায়। রামগঞ্জ নয়া পাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যাত্রীবাহী বাসটি। সেখানে তল্লাশী চালিয়ে ওই মহিলার কাছ থেকে প্রচুর মাদক উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, মালদা জেলার রতুয়া থানা এলাকার বাসিন্দা চেইনতারা খাতুন (২১)। তার কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী ও ডিএসপি হেডকোয়ার্টার দেবাশীস রায় এবং ইসলামপুরের বিডিয়ো রজত রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছন।
প্রাথমিক তদন্তের জন্য তাঁকে বাস থেকে নামায় প্রশাসনিক কর্তারা। মহিলার কাছ থেকে প্রচুর মাত্রায় মাদক উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি বেআইনী মাদক পাচারের অভিযোগে চেইনতারা খাতুনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।
শনিবার ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ চেইনতারা খাতুনকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে প্রায় ৭৩৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। শিলিগুড়ি পাচারের উদ্যেশ্যেই এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল বলে তার দাবি। আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে। এছাড়াও মাদক পাচার সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।