রায়গঞ্জ : ‘বুকে পা তুলে দেব’, বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সম্প্রতি। এবার সেই প্রসঙ্গেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন, দিলীপ ঘোষ মুখে তৃণমূলকে নিশানা করলেও, আদতে তাঁর নিশানায় অন্য কেউ। সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলায় বিজয়া সম্মেলনীতে যোগ দিতে গিয়ে এমনটাই বললেন কুনাল ঘোষ। বিজেপির মধ্যে দ্বন্দ্বের কথা আগেও বলেছেন কুণাল ঘোষ। এবার ফের দিলীপের মন্তব্য প্রসঙ্গে একই দাবি করলেন তিনি।
সাম্প্রতিককালে কুণাল ঘোষ একাধিকবার দাবি করেছেন, বঙ্গ বিজেপির মধ্যে রয়েছে অন্দর্দ্বন্দ্ব। এ দিন দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, আসলে সুকান্ত মজুমদারের বুকে পা তুলে দিতে চান দিলীপ ঘোষ। কারণই তিনিই দিলীপ বাবুকে সরিয়ে সভাপতি হয়েছেন। তবে সেটা তো আর বলতে পারেন না! কুণালের দাবি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক ঠিক নেই দিলীপের। সভাপতি পদ থেকে সরানোয় হতাশায় দিলীপ ঘোষ এসব বলছেন বলেও মন্তব্য করেছেন কুণাল। কুণালের কথায় দিলীপের মন্তব্য নাকি, ‘কাহি পে নিগাহে, কাহি পে নিশানা।’
কুণালের মুখে দিলীপ-প্রসস্তি অবশ্য নতুন নয়। অন্য়ান্য বিজেপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করতে অভ্যস্ত কুণাল ঘোষের গলায় দিলীপের প্রতি নরম সুর আগেও শোনা গিয়েছে। কুণাল আগেও দাবি করেছেন, দিলীপের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও, দিলীপ বাবুর গ্রহণযোগ্যতা আছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, দিলীপ ঘোষের মুখের ভাষা খারাপ, তবে তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। এমনকী বিজেপির নবান্ন অভিযান ঘিরে যখন রাজ্য ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়, তখনও কুণাল দাবি করেছিলেন, দিলীপ বাবু ‘দায়িত্বশীল আচরণ’ করেছেন।
উল্লেখ্য, বিরোধী পক্ষকে আক্রমণ করতে বরাবরই বেলাগাম ভাষায় কথা বলেন দিলীপ ঘোষ। সম্প্রতি বেলদায় দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, ‘বুকে পা দেব।’ বেলদায় যখন শাসক দলের কর্মী-সমর্থকেরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন, তখনই এমন মন্তব্য করেছিলেন তিনি। শুধু তাই নয়, পরে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের একটি বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে নিজের মন্তব্যে অনড় ছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘দরকারে গলাতেও পা তুলে দেব।’