Lakshmir Bhandar: এ কী অবস্থা লক্ষ্মীর ভান্ডারের! ‘কিডনি বেচতে বাধ্য হয়েছেন রায়গঞ্জের ‘লক্ষ্মী’!

Lakshmir Bhandar: শনিবার রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে রায়গঞ্জ উপ ভোট নিয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপ নির্বাচনের রণকৌশল ঠিক হয়। সেই আলোচনাতেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের বার্তা পৌঁছে দিতে মহিলা কর্মীদের মাঠে নামার বার্তা দেন বলে দাবি করেন জেলা সভাপতি।

Lakshmir Bhandar: এ কী অবস্থা লক্ষ্মীর ভান্ডারের! 'কিডনি বেচতে বাধ্য হয়েছেন রায়গঞ্জের 'লক্ষ্মী'!
ভয়ঙ্কর অভিযোগের সরব বিজেপিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2024 | 5:26 PM

উত্তর দিনাজপুর: লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় আরও এক ভোটের দামামা।  বিধানসভা উপ নির্বাচন। আর তাতেও লক্ষ্মীর ভান্ডার মডেলকেই হাতিয়ার করে লড়াই করতে চলেছে তৃণমূল। আবার এই লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করে সরব বিজেপি। তাঁদের দাবি, রায়গঞ্জের ‘লক্ষ্মীরা’ পেটের দায়ের শরীরে কিডনি বেঁচছেন। আর তার প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব তুলে ধরেন উদাহরণও।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে দল বদলেও বিশেষ একটা লাভ করতে পারেননি কৃষ্ণ কল্যাণী। তিনি পেয়েছেন ৪৯২ ৭০০ ভোট। ৫ লক্ষ ৬০ হাজার ৮৯৭ ভোট পেয়ে বাজি মেরে দিয়েছেন বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পাল।  বিধানসভা উপনির্বাচনে ‘হেরো’ কৃষ্ণ কল্যাণীর ওপরেই আবার ভরসা রেখেছেন সুপ্রিমো। তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভায় পার পেয়ে গেলেও, বিধানসভা নির্বাচনের নিরিখে মানুষ অন্য কথা ভেবেই ভোট দেবেন। আর সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের।

বস্তুত, শনিবার রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে রায়গঞ্জ উপ ভোট নিয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপ নির্বাচনের রণকৌশল ঠিক হয়। সেই আলোচনাতেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের বার্তা পৌঁছে দিতে মহিলা কর্মীদের মাঠে নামার বার্তা দেন বলে দাবি করেন জেলা সভাপতি। পাশাপাশি কৃষ্ণ কল্যাণীকে জয়ী করতে সবাইকে একযোগে সামিল হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কানাইয়া।

অন্যদিকে তৃণমূল শুধুমাত্র শুন্য পাওয়া কংগ্রেসকেই ভয় পায়, আর লক্ষ্মীর ভান্ডারের টাকা মানুষেরই টাকা। তাতে আখেরে কোনও প্রভাব পড়বে না, আর তৃণমূলের কাছে মোহিত সেনগুপ্তই ফ্যাক্টর।

পাশাপাশি বিজেপির দাবি, রায়গঞ্জের লক্ষ্মীরা সংসার চালাতে কিডনি বিক্রি করতে বাধ্য হন। সেখানে এই উপ নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার কোনও ফ্যাক্টর হবে না বলেই তাদের দাবি। যদিও উপ-ভোটে এই রায়গঞ্জে লক্ষ্মীর ভান্ডার আদৌ প্রভাব ফেলে কি না তা সময়ই বলবে।

তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “বিজেপি- বিধায়ক কাজ করতে পারল না, মানুষ বুঝতে পারবে। এখানে লোকসভায় বিজেপি যতই লিড করুক, বিধানসভা এলাকায় বিজেপি কাজ করতে পারবে না। বিজেপির একটা ইমোশনাল ভোট রয়েছে।”

অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “তৃণমূল বলে ৭৫ টা প্রকল্প চালান, কিন্তু সামনে রাখছেন একটাই প্রকল্পকে। উত্তর দিনাজপুরের লক্ষ্মীদের অবস্থা কী জানেন? লক্ষ্মীরা কিডনি বিক্রি করছেন, ধর্ষিতা হচ্ছেন, আর তৃণমূল লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন। রায়গঞ্জের জালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।”