রায়গঞ্জ: একটি প্রাথমিক স্কুলের ধার থেকে অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছিল শিশুর কান্না। সেই কান্না শুনেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে কাদামাটি মাখা আহত অবস্থায় তাঁকে কাঁদতে-কাঁদতে স্কুলের পাশের ঝোপ থেকে বেড়িয়ে আসতে দেখেন এলাকাবাসী। এরপরই সব খোলসা করে সে। উদ্ধার হয় আসল ঘটনা। জানাতে পারা যায় প্রতিবেশী এক যুবকের হাতেই ধর্ষণের শিকার সে। এরপর থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
শনিবার সকালে রায়গঞ্জ থানা এলাকার ঘটনা। সেখানেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বছর আটের ওই কিশোরীর অভিযোগ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝোপে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করেছে তাকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন সকালবেলা শিশুটিকে গায়ে কাদামাটি মেখে আহত অবস্থায় কাঁদতে-কাঁদতে ওই প্রাথমিক স্কুলের পাশ থেকে বেরিয়ে আসতে দেখেন এলাকাবাসী। এরপর বাড়িতে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যরা। তখনই সমস্ত ঘটনার কথা খুলে বলে সে। জানাজানি হতেই ছড়ায় উত্তেজনা। অভিযুক্তকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে নাবালিকাকে নিয়ে তার বাবা, মা ও প্রতিবেশীরা রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
এই বিষয়ে প্রতিবেশী যুবক বলেন, ‘বাড়ির পাশেই হাট বসে। সেই হাটে আমরা ব্যবসা করি। আমরা শুনি যে প্রতিবেশী এক ছেলে এই ধরনের কাজ করেছে। মেয়েটাকে নিয়ে একটি জঙ্গলে যায়। আমি বাচ্চাটাকে দেখেছি চোখ লাল হয়ে রয়েছে। সারা শরীরে কাদা মাখা, মেয়েটা কাঁদছে।’