South Dinajpur Fire: বাড়ির পাশে মৌচাক হয়েছিল, আগুনে পোড়াতে গিয়ে গোটা গ্রামেই হাহাকার ফেলে দিলেন বাড়ির মালিক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 12, 2023 | 2:58 PM

South Dinajpur Fire: পরে দমকল কর্মীরা প্রায় আধঘণ্টা পর আগুন আয়ত্তে আনেন৷ যদিও সব খড় পুড়ে গিয়েছে। হতাহতের কোনও খবর নেই।

South Dinajpur Fire: বাড়ির পাশে মৌচাক হয়েছিল, আগুনে পোড়াতে গিয়ে গোটা গ্রামেই হাহাকার ফেলে দিলেন বাড়ির মালিক
বংশীহারিতে আগুন

Follow Us

দক্ষিণ দিনাজপুর: মৌমাছিকে তাড়াতে আগুন দিতে গিয়েছিলেন। পুড়ে গেল গোটা খড়ের গাদা৷ কিন্তু অল্পের জন্য এড়ানো গিয়েছে বড় বিপদ। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার দেউড়িয়ায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভারনোর চেষ্টা করে। তবে আগুন আয়ত্তে না আসায় খবর দেওয়া হয় বংশীহারি দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন নিয়ে পৌঁছায় দমকল কর্মীরা।

পরে দমকল কর্মীরা প্রায় আধঘণ্টা পর আগুন আয়ত্তে আনেন৷ যদিও সব খড় পুড়ে গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। পুরো ঘটনা খতিয়ে দেখছে দমকল দফতরের আধিকারিকরা৷

জানা গিয়েছে, এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দেউড়িয়ায় এক ব্যক্তি তার খড়ের গাদার পাশে মৌচাক দেখতে পান। বাড়ির পাশে মৌচাক থাকার ফলে যে কোন সময় অঘটন ঘটতে পারে। সেই আশঙ্কা থেকে এদিন সেই মৌচাক ভাঙতে ও মৌমাছি তাড়াতে আগুন নিয়ে যান ওই ব্যক্তি। এদিকে আগুন দিয়ে মৌচাকের মৌমাছি তাড়াতে গিয়ে খড়ের গাদায় আগুন লেগে যায়৷
মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। গ্রামের মধ্যে আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম অবস্থায় এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পরে খড়ের গাদার আগুন আয়ত্তে আসে। তবে অল্পের জন্য রক্ষা পায় গ্রামের অন্য বাড়ি।

Next Article