AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: সেজে উঠছে হেলিপ্যাড-সভার মাঠ, মঙ্গলেই রায়গঞ্জে প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi: শুক্রবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ এলাকা পরিদর্শনে আসে। দিনভর দফায় দফায় চলে এলাকা পরিদর্শন। কোথায় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিপ্যাড, নিরাপত্তা ব্যবস্থা কী থাকবে তা নিয়েও আলোচনা হয়। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর ঠিক হয়, রায়গঞ্জ স্টেডিয়ামেই অবতরণ করবে প্রধানমন্ত্রী মোদীর হেলিকপ্টার।

Narendra Modi: সেজে উঠছে হেলিপ্যাড-সভার মাঠ, মঙ্গলেই রায়গঞ্জে প্রধানমন্ত্রী মোদী
নরেন্দ্র মোদীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 13, 2024 | 11:43 AM
Share

রায়গঞ্জ: লোকসভা ভোটের আগে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত প্রধানমন্ত্রী মোদীর রায়গঞ্জের সভা। আগামী ১৬ এপ্রিল রায়গঞ্জে আসছেন তিনি। গতকাল, শুক্রবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ এলাকা পরিদর্শনে আসে। দিনভর দফায় দফায় চলে এলাকা পরিদর্শন। কোথায় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিপ্যাড, নিরাপত্তা ব্যবস্থা কী থাকবে তা নিয়েও আলোচনা হয়। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর ঠিক হয়, রায়গঞ্জ স্টেডিয়ামেই অবতরণ করবে প্রধানমন্ত্রী মোদীর হেলিকপ্টার। বিজেপি ও প্রশাসন সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য ইতিমধ্য়েই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রায়গঞ্জ শহরে। পূর্ব কলেজপাড়ার রায়গঞ্জ পৌর শিশু ও বিনোদন পার্কের পাশের মাঠেই হবে প্রধানমন্ত্রী মোদীর জনসভা। সেই মতো মঞ্চ বাধার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। গতরাতে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারও জানিয়েছেন, রায়গঞ্জ স্টেডিয়ামেই নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সভাও ওই মাঠে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীর সভার জন্য জেলায় বিজেপির কর্মী-সমর্থকদের মধ্য়ে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো। বিজেপির জেলা সভাপতি জানাচ্ছেন, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করতে আসছেন। তাঁর জনসভাকে কেন্দ্র করে দলের জেলা নেতৃত্বের তরফে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এবার ভোটের মুখে রায়গঞ্জে এসে কী বার্তা দেন, সেই ভোকাল টনিকের অপেক্ষাতেই রয়েছে জেলার বিজেপি কর্মী-সমর্থকরা।