Corona: সংক্রমণ ঠেকাতে উদ্যোগী পুলিশ, রাস্তায় বেরিয়ে মাস্ক বিলি ‘বেপরোয়া’ জনগণকে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 26, 2021 | 9:46 AM

North Dinajpur: যদিও এর পাশাপাশি আগামী দিন থেকে নাইট কার্ফু এবং কোভিড বিধি পালন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে।

Corona: সংক্রমণ ঠেকাতে উদ্যোগী পুলিশ, রাস্তায় বেরিয়ে মাস্ক বিলি বেপরোয়া জনগণকে
করোনা আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস।

Follow Us

উত্তর দিনাজপুর: অবশেষে বিশেষজ্ঞদের আশঙ্কাই হল সত্যি। পুজোর পর থেকে ক্রমাগত বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে সংক্রমণ বাড়ার ছবি ধরা পড়ছে। শুধু কলকাতা(Kolkata) নয়, সমগ্র জেলাগুলির ছবি প্রায় এক। বাদ যায়নি উত্তর দিনাজপুরও। কিন্তু এরপরও কি সচেতন মানুষজন? নাহ এখনও অনেকের মধ্যে রয়েছে সেই সচেতনতার অভাব। তাই এবার পথে নামল খোদ পুলিশ। নাইট কার্ফু, কোভিড বিধি মেনে চলার আবেদন করেছেন তারা। আর এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপেরও ঘোষণা করেছে পুলিশ। রায়গঞ্জে রাত থেকে অভিযানে পুলিশ।

পুজো পরবর্তীতে কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরেও (North Dinajpur)। শুধুমাত্র রায়গঞ্জ শহরাঞ্চলেই গত কয়েকদিনে যে হারে আক্রান্ত বেড়েছে,তা যথেষ্ঠ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরপরেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। নেই কোনও কোভিড বিধি পালনের বালাই।

অপরদিকে করোনা (corona) নিয়ন্ত্রণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে জারি করা হয়েছে নাইট কার্ফু। কিন্তু এখনও তা নিয়ে কোনও সাড়া মিলছে না সাধারণ মানুষের মধ্যে। এতেই নাইট কার্ফু পালন এবং কোভিড বিধি মেনে চলার জন্য আম আদমীকে সচেতন করতে পথে নামল পুলিশ।

সোমবার রাতে রায়গঞ্জের দেবীনগর থেকে শুরু করে গোটা শহরে টহলদারির পাশাপাশি মাইক যোগে প্রচার করে পুলিশ (police)। সেইসঙ্গে যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের মাস্কও বিতরণ করেন পুলিশ কর্মীরা (Police personel)। যদিও এর পাশাপাশি আগামী দিন থেকে নাইট কার্ফু এবং কোভিড বিধি পালন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকে ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে।

এদিকে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে। সংক্রমণ যে হারে বাড়ছে তা মোকাবিলায় আবারও নবান্নের তরফে রাজ্যজুড়ে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে। যদিও পূর্ব বর্ধমান জেলায় নাইট কার্ফু জারি হলেও বেপরোয়া মানুষজনের গতিবিধি বহাল। যদিও পুলিশও হাল ছাড়তে নারাজ। সোমবার রাতে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নাইট কার্ফু ভাঙার অপরাধে ও বিনা মাস্কে রাস্তায় বেরোনোর জন্য ৬৩ জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে জিটি রোডের কার্জন গেট চত্বরে এদিন রাতে অভিযান চালানো হয়।

পুলিশ প্রশাসনের মাইকিং-সহ বিভিন্ন প্রচার সত্ত্বেও মাস্ক পরার অনীহা জেলার সর্বত্র দেখা যাচ্ছে। এদিকে পুজোর পর হু হু করে বাড়ছে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা। এই বেপরোয়া মনোভাব নিয়ে জানতে চাইলেই মুখের উপর বলা হচ্ছে, ‘টিকার দুই ডোজ়ই নিয়ে নিয়েছি।’ তবে শুধু টিকাতেই তো আর কোভিড ঠেকানো সম্ভব নয়। তার জন্য প্রয়োজন যথাযথ স্বাস্থ্যবিধি মানা।

আরও পড়ুন: Bankura: মিলছে না পানীয় জল অগত্যা পুকুরের জল খেয়েই দিন কাটাচ্ছেন এলাকাবাসী

Next Article