Bankura: মিলছে না পানীয় জল অগত্যা পুকুরের জল খেয়েই দিন কাটাচ্ছেন এলাকাবাসী

Drinking Water problem: এলাকাবাসী বলছেন, নেতারা গ্রামে আসেন শুধু ভোট চাইতে। ভোটের সময় তাঁদের দেখা যায় গ্রামে। প্রতিশ্রুতি আশ্বাস সমস্ত কিছু মেলে । কিন্তু জল আর মেলে না।

Bankura: মিলছে না পানীয় জল অগত্যা পুকুরের জল খেয়েই দিন কাটাচ্ছেন এলাকাবাসী
জল সমস্যায় বাঁকুড়া
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 9:26 AM

বাঁকুড়াঃ জেলার একের পর এক এলাকা থেকে উঠে আসছে জল যন্ত্রণার ছবি। হাওড়া, পশ্চিম বর্ধমানের পর এবার বাঁকুড়া। পানীয় জলের সমস্যায় জেরবার হয়ে গিয়েছে জনজীবন।

বাঁকুড়ার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের রিসাগাড়া গ্রামে চল্লিশ থেকে বিয়াল্লিশ পরিবার বসবাস করেন। দীর্ঘদিন ধরেই গ্রামের কাঁচা রাস্তা ও পানীয় জলের (Drinking water ) সমস্যা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও রিসাগাড়া গ্রামে অনুন্নয়ন এর ছাপ কার্যত স্পষ্ট।

এই গ্রামের মানুষজনকে পানীয়জলের জন্য যেতে হয় দু কিলোমিটার দূরে তামিলবাঁধ গ্রামে। যদিও একমাস আগেই পি এইচ ইর পাইপলাইন গ্রামের পাশ দিয়েই গিয়েছে। বার বার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের কাছে জানিয়ে কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এলাকাবাসী বলছেন, নেতারা গ্রামে আসেন শুধু ভোট চাইতে। ভোটের সময় তাঁদের দেখা যায় গ্রামে। প্রতিশ্রুতি আশ্বাস সমস্ত কিছু মেলে । কিন্তু জল আর মেলে না।

ঘটনার বিষয়ে পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ” বিষয়টি তাঁরা জানেন। ওই গ্রামের টিউবওয়েল, সাবমার্সিবল, কুয়ো সবই রয়েছে। কিন্তু জলে খুব আয়রন। সেই কারণে এই জল পানীয় হিসেবে ব্যবহার করতে পারেন না গ্রামবাসীরা। আমরা নতুন করে আরেকটি সাবমারসিবল করার ব্যবস্থা করেছি। পি এইচ ই দফতরের পাইপলাইন পাশ দিয়েই গিয়েছে। আমরা কথা বলেছি। একটি কোম্পানির সঙ্গে মিলে তারা কাজ করছে । যত দ্রুত সম্ভব ওই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা হবে।”

এই বিষয়ে বিজেপি নেতা পার্থ সারথি কুণ্ডু বলেন, “বর্তমানে তৃণমূল উন্নয়নের ঢাক পেটাচ্ছে। কিন্তু একবিংশ শতাব্দীতে পাঁচমুড়ার রিসাগাড়া গ্রামের মানুষরা পানীয়জলের জন্য দুই কিলোমিটার দূরে জল আনছেন অথবা কুয়োর জল বা পুকুরের জলই খেতে বাধ্য হচ্ছেন। পাঁচমুড়া পঞ্চায়েতে তৃণমূল কাটমানি খেতেই ব্যস্ত। পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইনের কোনও ব্যবস্থাই করেনি। বর্ষাতে স্বাস্থ্যের অবনতি হচ্ছে । ডায়ারিয়ার প্রকোপ বাড়ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পাইপের মাধ্যমে গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করুক প্রশাসন।”

উল্লেখ্য, আসানসোল (Asansol) ৯৭ ওয়ার্ডের নাকরাসোতার গ্রাম। দীর্ঘদিন ধরে পানীয় জল সঙ্কটে ভুগছেন সেখানকার বাসিন্দারা। এরপর গতকাল মহিলারা সোজা হাড়ি,বালতি নিয়ে মিছিল করে ঢুকে পড়লেন আসানসোল পুরনিগমে। পানীয় জলের দাবিতে আসানসোল পুরনিগমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওই সকল মহিলাদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল “দিন যায়, রাত যায় জলের দেখা নাই।”