Corona update: ৮০০ থেকে ৯০০ হয়ে হাজারের দোরগোড়ায় দৈনিক সংক্রমণ, রাজ্যে করোনার বলি আরও ১০!

Corona Situation in Bengal: দৈনিক আক্রান্ত ৬০০-র ঘর থেকে ৭০০, তার পর ধীরে ধীরে ৮০০, ৯০০... উৎসব মিটতেই ধীর পায়ে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত মৃত্যু হয়েছে ১০ জনের। কোথায় গিয়ে থামবে সংক্রমণ গ্রাফ!

Corona update: ৮০০ থেকে ৯০০ হয়ে হাজারের দোরগোড়ায় দৈনিক সংক্রমণ, রাজ্যে করোনার বলি আরও ১০!
উৎসব শেষে উর্ধমুখী বাংলার করোনা সংক্রমণ। (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 7:50 PM

কলকাতা: দৈনিক আক্রান্ত ৬০০-র ঘর থেকে ৭০০, তার পর ধীরে ধীরে ৮০০, ৯০০… উৎসব মিটতেই ধীর পায়ে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত মৃত্যু হয়েছে ১০ জনের। কোথায় গিয়ে থামবে সংক্রমণ গ্রাফ, সেদিকেই এখন চোখ বিশেষজ্ঞদের। সংক্রমণ রোধে ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা দিয়েছে নবান্ন।

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন জানাচ্ছে,গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৯-এ। শনিবার এই সংখ্যাটা ছিল ৯৭৪-এ। লাফিয়ে বাড়ল কলকাতার আক্রান্তের সংখ্যাও। শুধু গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। আর শনিবার এই সংখ্যাটা ছিল ২৬৮।

সব মিলিয়ে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫,৮৬,৪৫৫। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ১০ জন। আর করোনা থেকে সুস্থতার হার এখন ৯৮.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২৮ জন। রাজ্যে করোনায় মৃত্যুহার এখন ১.২০ শতাংশ।

রাজ্যের কোভিড বুলেটিন জানাচ্ছে, ২৪ অক্টোবর মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪২২টি। রাজ্যে মোট পজিটিভিটি রেট এখন ২.৩২ শতাংশ।

এখন এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

Corona update

অলংকরণ: অভীক দেবনাথ

মালদহ– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৫ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।