Tainted Candidate List: মেয়ে রোশনারার নাম অযোগ্যদের তালিকায়, শুনেই তৃণমূল বিধায়ক হামিদুর বললেন…
SSC List: তবে আইনজীবী জানিয়েছিলেন, শনিবারের মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সেই মতো নামও প্রকাশ করে দেওয়া হয়। তবে প্রথম তালিকায় কিন্তু ছিল না হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম।

চোপড়া: অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসতেই পড়ে গিয়েছে শোরগোল। তবে হইচই একটু বেশি হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। তার কারণ, মধ্যরাতে এসএসসির (SSC)-র দাগি তালিকায় জুড়েছে হামিদুর রহমানের মেয়ের নাম। এবার সেই নিয়েই প্রতিক্রিয়া দিলেন হামিদুর।
আজ টিভি ৯ বাংলা ফোন করে হামিদুরকে। তিনি বলেন, “ওরা কোর্ট কেস করেছে। এখন বিষয়টা মেয়ে-জামাই দেখুক। ওরা তো কোর্ট কেস করছে।” বস্তুত, অযোগ্যদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। এই নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই শুনানি চলার সময় রাজ্যের হয়ে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোর্ট নির্দেশ দেয় যাতে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ্যে নিয়ে আসে। তবে আইনজীবী জানিয়েছিলেন, শনিবারের মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সেই মতো নামও প্রকাশ করে দেওয়া হয়। তবে প্রথম তালিকায় কিন্তু ছিল না হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। যা হাতেনাতে ধরে TV9 বাংলা। শেষ পর্যন্ত মধ্যরাতে এসএসসির দাগি তালিকায় জোড়ে হামিদুল রহমানের মেয়ের নাম।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করতেন রোশনারা। এসএসসির হলফনামায় রোশনারাই এই নিয়োগকে বেআইনি নিয়োগ হিসাবে জানিয়ে দিয়েছিল। তবে কাল প্রকাশিত প্রথম তালিকায় অর্থাৎ যে ১৮০৪ জনের নাম সামনে আনা হয়েছিল তাতে নাম ছিল না রোশনারার। কিন্তু বিতর্ক শুরু হতেই দেখা যায় মাঝরাতেই তৃতীয় তালিকায় যুক্ত হল বিধায়ক কন্যার নাম।
